বাগেরহাট জেলার টুকরো সংবাদ

197

ফকিরহাট সংবাদ
ফকিরহাটে বেতাগা ও শুভদিয়া ইউনিয়নের
উপনির্বাচন সম্পন্ন
বাদশা আলম:
বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন অবাদ, সুষ্ঠ, নিরাপক্ষ শান্তিপূর্নভাবে ২৫/০৭/১৯ ইং তারিখ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী মোঃ ইউনুস আলী শেখ (নৌকা) বিজয়ী হয়েছেন। তিনি ৭হাজার ৫শত ১৫ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সতন্ত্র প্রার্থী আলহাজ এস এম আকরাম হোসেন (আনারশ) প্রতীকে পেয়েছেন ২৪২ভোট। অত্র ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১০হাজার ৮শত ৯৮জন। পাশাপাশি শুভদিয়া ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সাধারন সদস্য পদে উপনির্বাচন একই দিনে অনুষ্ঠিত হয়েছে। উক্ত নির্বাচনে মোঃ আজিজুর শেখ (টিউবওয়েল) প্রতীকে বিজয়ী হয়েছেন। তিনি ৪৫০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রাথী মোঃ মিজান শেখ (মোরগ)প্রতীকে পেয়েছেন ৪২০ ভোট। উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার এস এম হাবিবুর রহমান জানান, বেতাগা ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান স্বপন দাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য উক্ত পদটি শুন্য হয় এবং শুভদিয়া ইউনিয়ন পরিষদের ৭নং ওয়াডর্রে সদস্য তিনি চাকুরীর সুবাদের সেখানে পদটি শুন্য হয়। যার প্রেক্ষিতে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন সংক্রান্ত বিষয়ে আলাপকালে উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ জানান, বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন ও শুভদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের উপনির্বাচন কোন অপৃতিকর, ঘটনা ছাড়া অবাদ, সুষ্ঠ নিরপক্ষ শান্তিপূর্নভাবে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়।

ফকিরহাটে মশক নিধন ও
পরিছন্নতা সপ্তাহ উদযাপন
ফকিরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের ফকিরহাট সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১০টায় দেশব্যাপী মশক (মশা) নিধন ও পরিছন্নতা সপ্তাহ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “নিজ আঙ্গনা পরিস্কার রাখি’ ‘সবাই মিলে সুস্থ্য থাকি এই শ্লোগানকে সামনে তুলে ধরে বিশাল এক র‌্যালি সদর ইউনিয়ন পরিষদ চত্ত্বর থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শিরিনা আক্তার কিসলুর সভাপতিত্বে এসময় ইউপি সচিব মোঃ সাইফুল ইসলাম, ইউপি সদস্য সৈয়দ মিজানুর রহমান, শেখ শহিদুল ইসলাম, শেখ রফিকুল ইসলাম, জগরুল হায়দার বাবু, আঃ জব্বার শেখ, শিউলি আক্তার, নিলিমা আক্তার, প্রভাষক সজল আহম্মেদ, উদ্যোক্তা ডালিয়া আক্তার, বাবু সহ বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

প্রেসব্রিফিং জেলা পুলিশ সুপার
বাগেরহাটে ছেলেধরা গুজব প্রতিরোধে
অর্ধশত শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ সভা
বাগেরহাটে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে হত্যারোধে প্রেসব্রিফিং করেছে জেলা পুলিশ। বৃহস্পতিবার বিকেলে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়ের সভাপতিত্বে এসময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজ আফজাল, প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দারসহ বাগেরহাটে কর্মরত বিভিন্ন গনমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলেন, জেলায় ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে হত্যারোধে সাধারণ মানুষকে সচেতন করতে জেলা পুলিশ কাজ করছে। এর মধ্যে ৯ উপজেলার ৭৫ ইউনিয়নে সচেতনতামূলক মাইকিং ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে সচেতনতামূলকসভা করা হয়েছে। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমেও জন-সচেতনতা সৃষ্টি করা হচ্ছে। গুরুত্বপূর্ণ স্থানে ফেষ্টুন, ব্যানার টানানো হয়েছে। ঈমাম ও মাদরাসা শিক্ষকদের মাধ্যমেও প্রচার প্রচারনা চালানো হচ্ছে। এছাড়া জরুরী প্রয়োজনে স্থানীয় থানা বা ৯৯৯ নম্বরে মোবাইল করার পরামর্শ দেন পুলিশের এ কর্মকর্তা।

বাগেরহাটে কান্দাপাড়া সততা সংঘের বিতর্ক প্রতিযোগিতা
বাগেরহাট সদর উপজেলার কান্দাপাড়া নূরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে সততা সংঘের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ কামরুজ্জামান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ইলয়াছ হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন, নিরাপদ সড়ক চাই, জেলা কৃষক লীগের সহসভাপতি রোকনুজ্জামান খান, বাগেরহাট জেলা শাখার আহবায়ক আলী আকবর টুটুল, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব আবু সাইদ, সদস্য শওকাত আলী বাবু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম।বক্তারা বলেন, জীবনের প্রয়োজনে সুন্দর পৃথিবী গড়তে আমাদের সৎ জীবন যাপন করতে হবে। জীবনে সতত্যার বিকল্প নেই। অসৎ পথে টাকা আয় করলে সামান্য সময়ের জন্য হয়ত সুখী হওয়া যায়। কিন্তু সারাজীবন সুখী থাকতে শিক্ষার্থীদের সৎ হওয়ার আহবান জানান বক্তারা।