ফুলতলার সংবাদ

264

ফুলতলায় বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুল
ছাত্রীকে ধর্ষণঃ ধর্ষক আটক

বিয়ের প্রলোভন দেখিয়ে গভীর রাতে স্কুল ছাত্রী (১৪) কে ধর্ষণ করে তাড়িয়ে দিয়েছে সোহেল বিশ্বাস (২৬) নামে ধর্ষক। এ ঘটনা ঘটেছে, মঙ্গলবার দিবাগত রাত ১১টায় ফুলতলার দক্ষিণডিহি গ্রামে। এ ব্যাপারে থানায় মামলা হলে পুলিশ ধর্ষক হোসেলকে আটক ও ভিকটিমকে উদ্ধার করে বুধবার রাতে ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতালে প্রেরণ করে।
পুলিশ জানায়, দক্ষিণডিহি  গ্রামে  জনৈক  ব্যাক্তির ৭ম শ্রেণির পড়ুয়া কন্যার  সাথে পার্শ্ববর্তী মজিদ বিশ্বাসের পুত্র পোল্ট্রি খামারী সোহেল বিশ্বাস এর সাথে প্রেমজ সম্পর্ক গড়ে উঠে। সে সূত্র ধরে মঙ্গলবার দিবাগত রাতে বিয়ের প্রলোভন দেখিয়ে ঐ কিশোরীকে পার্শ্ববর্তী একটি পুকুর পাড়ে নিয়ে ধর্ষণ করে ফেলে রেখে সোহেল পালিয়ে যায়। পরে ঐ কিশোরী সোহেলের বাড়িতে উঠলে পরিবারের পক্ষ থেকে তাকে তাড়িয়ে দেয়। পরে কিশোরী পরিবার বিষয়টি জানতে পেরে তাকে নিয়ে গতকাল ফুলতলায় থানায় এসে মামলা করে। গতকাল সন্ধ্যায় পুলিশ ধর্ষক সোহেলকে আটক করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভিকটিমের ডাক্তারী পরীক্ষার জন্য খুলনার হাসপাতালে নেয়ার প্রস্তুতি চলছিল।

ফুলতলায় সমাজসেবা অধিদপ্তরের সেমিনার অনুষ্ঠিত

ফুলতলা উপজেলা সমাজসেবা অধিদপ্তর’র উদ্যোগে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সকল ভাতা কার্যক্রম বাস্তবায়নে সমস্যা ও করণীয় শীর্ষক সেমিনার বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত ইউএনও অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব কে এম জিয়া হাসান তুহিন। স্বাগত বক্তৃতা করেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শাহিন আলম। মুখ্য আলোচক ছিলেন সমাজসেবা অধিদপ্তর’র খুলনার উপ-পরিচালক খান মোতাহার হোসেন। বিশেষ অতিথি ছিলেন খুলনার সহকারী পরিচালক মোঃ আইনাল হক, মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফর উদ্দিন, ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, মাওঃ সাইফুল ইসলাম খান, শেখ আবুল বাশার। বিআরডিবি কর্মকর্তা মোঃ আফরুজ্জামানের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা মোছাঃ রীনা খাতুন, সিনিয়র মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমার, ব্যাংক ম্যানেজার রুহুল্লাহ আল মামুন, মিহির কুমার দাস, প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, ইউপি সদস্য আতিয়ার রহমান, কায়েস সরদার, কবিতা খাতুন প্রমুখ। প্রসঙ্গতঃ ফুলতলা উপজেলা এলাকায় বয়স্ক ভাতা ৩হাজার ৮শ’ ৭৩জন, বিধবা ভাতা ১হাজার ২শ’ ০১জন, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা ৮শ’ ২১জন, প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি ১শ’ ১৮জন, দলিত,হরিজন,বেদে’র মধ্য থেকে বয়স্ক ভাতা ৪১জন ও শিক্ষা উপবৃত্তি ৩৬জন এবং ২জনকে হিজরা ভাতা প্রদান করা হয়।

ফুলতলায় ডেইরী অ্যাসোসিয়েশন’র কমিটি গঠন

দুগ্ধ খামারীদের নিয়ে ডেইরী অ্যাসোসিয়েশন গঠনের লক্ষে গতকাল বেলা ১১টায় ফুলতলা উপজেলা প্রাণী সম্পদ অধিদর কার্যালয়ে প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ স্বপন কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এরিয়া ম্যানেজার মোঃ জিল্লুর রহমান, ডাঃ সামন রেজা, মোঃ উজ্জ্বদ-উল্লাহ, বিষ্ণুপদ সুর, মোঃ তসবিরুল ইসলাম, মোঃ মহব্বত হোসেন প্রমুখ। সভায় শেখ মোসলেম উদ্দিনকে সভাপতি এবং আনন্দ কুমার স্বরকে সাধারণ সম্পাদক করে ৬সদস্য বিশিষ্ট ফুলতলা উপজেলা ডেইরী অ্যাসোসিয়েশন এর কমিটি গঠিত হয়।

খুলনার কেন্দ্রীয় বহুমুখী সমবায়
সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আজ

খুলনা কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতি লিঃ এর দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন আজ (বৃহস্পতিবার)। সমিতির দৌলতপুরস্থ কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিরতীহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে বিনাপ্রতিদ্বন্দীতায় সহসভাপতি পদে মতিয়ার রহমান চৌধুরী, সদস্য পদে শরীফুল ইসলাম (ক-অঞ্চল) ও মঞ্জুর হাসান (খ-অঞ্চল) নির্বাচিত হওয়ায় শুধুমাত্র সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ পদে ফুলতলার জনকল্যাণ বহুমুখী সমবায় সমিতি এর মোঃ মাহফুজুর রহমান ও দৌলতপুর ক্ষুদ্র কলা ব্যবসায়ী সমবায় সমিতির তরফদার গাউস রহমান প্রতিদ্বন্দীতা করছেন। খুলনা জেলার ৯টি উপজেলা ও মেট্রোপলিটন সদর থানা থেকে ১১৩টি সমিতির মধ্যে ৬৪টি প্রাথমিক সমবায় সমিতি তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। খুলনা জেলা ভারপ্রাপ্ত সমবায় অফিসার গৌরহরি মল্লিক নির্বাচন কমিশন হিসাবে দায়িত্ব পালন করছেন।