সাতক্ষীরার আওয়ামীলীগ নেতা নজরুলকে গুলি করে হত্যার প্রতিবাদ সভা

227

বদরুজ্জামান খোকা,  জেলা প্রতিনিধি (সাতক্ষীরা)

সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ির ইউনিয়নের ছোট জামতলার/কুচপুকুর এলাকার আওয়ামিলীগের সহ-সভাপতি মৃত নেছার আলীর পুত্র নজরুল ইসলামকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার (২৬শে জুলাই) আগরদাঁড়ি ইউনিয়নের আবাদের হাটে নজরুল হত্যার প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আগরদাঁড়ি ইউনিয়ন সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলিগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনছুর আহম্মদ। উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলিগের সহ-সভাপতি সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ বরি। এবং জেলা আওয়ামীলিগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলিগের যুগ্ন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহম্মদ,উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু,শেখ সাহিদ উদ্দীন,শেখ হারুনার রশিদ। সাতক্ষীরা সদর উপজেলার সভাপতি এস,এম শওকত হোসেন,সাধারণ সম্পাদক শাহাজান আলী,জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান সহ ইউনিয়ন উপজেলা জেলা আওয়ামীরিগের নেতা কর্ম বৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন বাংলার মাটিতে নজরুলের খুনিদের ফাঁসিল কাঠগড়ায় দাঁড় করানো হবে। তারা আরও বলেন নজরুলের খুনিদের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামীলিগের এই ন্যায়ের আন্দলোন চলতেই থাকবে।