খুলনা জেলা ডিবির বিশেষ অভিযানে মাদকসহ আটক ০৭

220

জেলা প্রতিনিধি, খুলনা।

চলমান বিশেষ অভিযানে খুলনা জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ  তোফায়েল আহমেদ এর নেতৃত্বে এসআই (নিঃ)/মোঃ লুৎফর রহমান সংগীয় অফিসার ও ফোর্সসহ রূপসা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি পরিচালনাকালে রূপসা থানাধীন রূপসা তালিমপুর জামে মসজিদের মেইন গেটের সামনে পাকা রাস্তার উপর হতে আসামী মোঃ মতিন শেখ (৩০), পিং- মোঃ মোসলেম শেখ, সাং- তালিমপুর, থানা- রূপসা, জেলা- খুলনা কে ১৫০ (একশত পঞ্চাশ) গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার পূর্বক আসামিকে গ্রেফতার করা হয়।

এস,আই (নিঃ) লায়েকুজ্জামান, সঙ্গীয় অফিসার ফোর্সসহ শনিবার রূপসা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি পরিচালনা কালে আসামী রূপসা থানাধীন জাবুসা  চার রাস্তার মোড় সংলগ্ন জনৈক রমজান মল্লিক এর চায়ের দোকানের সামনে হতে আসামী  মোঃ আকাশ (১৮), পিং- মোঃ আক্তার খান, সাং-চক্রাখালী, মুসলিম পার্কের গলি, থানা-বটিয়াঘাটা, জেলা-খুলনা এর হেফাজত হইতে ৫০ (পঞ্চাশ) গ্রাম মাদকদ্রব্য গাঁজা  উদ্ধার পূর্বক আসামিকে গ্রেফতার করেন জেলা গোয়েন্দা পুলিশ, খুলনা।

এসআই (নিঃ)/মুক্ত রায় চৌধুরী, পিপিএম সংগীয় অফিসার ও ফোর্সসহ ফুলতলা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি পরিচালনাকালে আসামী ফুলতলা থানাধীন দামোদর উত্তরপাড়া সাকিনের গোডাউন রোডের নিউ অতসী ইলেক্ট্রনিক্স এর উত্তর পার্শ্বে রাস্তার উপর থেকে শরিফুল ইসলাম (২৮), পিং-জিহাদ শেখ, সাং- খানজাহানপুর, সৌখিন শেখ (২৩), পিং-নুরু শেখ, খায়রুল মোড়ল (১৮), পিং- মুসা মোড়ল, উভয়সাং- দামোদর উত্তর পাড়া, সর্বথানা- ফুলতলা, জেলা-খুলনাদের দখল হতে সর্বমোট ১৩৫ (একশত পঁয়ত্রিশ) পুরিয়া গাঁজা ওজন ১৫০ (একশত পঞ্চাশ) গ্রাম গাঁজা উদ্ধার পূর্বক আসামিদেরকে গ্রেফতার করেন জেলা গোয়েন্দা পুলিশ, খুলনা।

এসআই (নিঃ)/সনজীব ঘোষ সংগীয় অফিসার ও ফোর্সসহ রূপসা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি পরিচালনাকালে রূপসা থানাধীন আইচগাতী সাকিনস্থ সরকারী বঙ্গবন্ধু কলেজ এর পূর্ব পার্শ্বে জমজম ফার্ণিচার এবং বিসমিল্লাহ এন্ড রায়হান ফার্নিচার এর সামনে পাঁকা রাস্তার উপর হতে ১। মোঃ ইসমাইল সরদার (১৯), পিং-মৃত আবু সরদার, সাং- গোনারী কালিবাড়ী, থানা-দাকোপ, ২। সবুজ গোলদার (২৮), পিং- সহাদেব গোলদার, সাং-গোড়কাঠি, চালনা পৌরসভা, ৯ নং ওয়ার্ড, থানা- দাকোপ, বর্তমান সাং- রূপসা রাজাপুর, কাঠালবাগান গৌরপদ ডাক্তারের চেম্বারের সামনে, থানা-রূপসা, জেলা-খুলনাদ্বয়ের হেফাজত হতে ২৫+২৫=৫০ (পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ আসামিদ্বয়কে ধৃত করেন।  উপরোক্ত পৃথক পৃথক ঘটনায় আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন জেলা গোয়েন্দা পুলিশ।