পল্লীবন্ধু এরশাদের মৃত্যুতে সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির শোক সভা

219

বদরুজ্জামান খোকা, জেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ

সাবেক রাষ্ট্রপতি বিরোধী দলীয় নেতা জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের মৃত্যুতে সারা দেশের ন্যায় সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির স্বরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেনের সভাপতিত্বে  ৩০ শে জুলাই মঙ্গলবার সকাল ১১ ঘটিকার সময় সাতক্ষীরা শহীদ আব্দুর রজ্জাক পার্কে জেলা শিল্পকলা একাডিমিতে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রিয় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী সৈয়েদ দীদার বখত। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশাফুজ্জামান (আশু),জেলা সহ-সভাপতি আনোয়ার জাহিদ (তপন),পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ আব্দুস সাদেক,উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব শেখ শরিফুজ্জামান (বিপুল) সহ জেলা,উপজেলা ও ইউনিয়ন জাতীয় পার্টির নেতা কর্মী বৃন্দ এসময় উপস্থিত ছিলেন। বক্তারা এসময় বলেন বাংলাদেশের রাজনীতিতে এমন কোন কাজ নেই সেখানে হুসাইন মোহাম্মদ এরশাদের উন্নয়নের ছোয়া নেই। এরশাদ বাংলাদেশের রুপকার। ডিজিটাল বাংলাদেশের ভিত স্থাপন করেন পল্লীবন্ধু এরশাদ। তাই নেতারা মনে করেন জীবিত এরশাদের চেয়ে মৃত্যু এরশাদ অনেক বেশি শক্তিশালী। এবং এরশাদের উত্তর শরী হিসাবে তার ছোট ভাই জি,এম কাদের চেয়ারম্যান হওয়ায় জাতীয় পার্টি আরও শক্তিশালী বেগমান হবে বলে নেতারা মনে করেন। অনুষ্ঠান শেষে হুসাইন মোহাম্মদ এরশাদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালিত হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন আনোয়ার জাহিদ (তপন)।