খুলনা জেলা ডিবির অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১

261

খুলনা জেলা প্রতিনিধি:

খুলনা জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ জনাব তোফায়েল আহমেদ এ নেতৃত্বে এসআই (নিঃ) সনজীব ঘোষ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ মাদক ও অস্ত্র গুলি উদ্ধার সহ বিশেষ অভিযান পরিচালনা কালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দাকোপ থানাধীন পোদ্দারগঞ্জ বাজারে অবস্থান কালে গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে সংগীয় অফিসার ও ফোর্সসহ ০১/০৮/২০১৯ খ্রিঃ তারিখ সকাল ১০.২০ ঘটিকার সময় মামলার ঘটনাস্থল দাকোপ থানাধীন ওড়াবুনিয়া সাকিনস্থ হালিমের মুদি দোকানের দক্ষিন পাশে চালনা টু বাজুয়াগামী ওয়াপদা রাস্তার উপর থেকে ১। মোঃ কবির শেখ (৪৭), পিং- মৃত ইলিয়াছ শেখ, সাং-কৈগরদাসকাঠি, থানা-রামপাল, জেলা-বাগেরহাট, বর্তমান সাং- চালনা বাজার (টিটাপল্লী), (সাংবাদিক ছরো গাজীর বাড়ীর পাশে), থানা-দাকোপ, জেলা-খুলনাকে তার হেফাজত হতে ০১ (এক) টি অত্যাধুনিক ওয়ান স্যুটারগান ০১ (এক) রাউন্ড কার্তুজ সহ ধৃত করেন। গ্রেফতারকৃত আসামী মোঃ কবির শেখ বনদস্যু খালেক বাহিনীর সক্রিয় সদস্য। সে সহ বনদস্যু খালেক বাহিনী প্রধান খালেক ও তার এক সহযোগীরা এলাকার বিভিন্ন ঘের ব্যবসায়ীদের নিকট চাঁদাদাবী সহ অপরাধ মূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখা, খুলনার এসআই(নিঃ) সনজীব ঘোষ বাদী হয়ে দাকোপ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন। বনদস্যু খালেক বাহিনীর সক্রিয় সদস্য মোঃ কবির শেখ এর দখল থেকে উদ্ধারকৃত অস্ত্র-গুলির উৎস সহ খালেক বাহিনীর প্রধান ও অন্যান্য সহযোগীদের গ্রেফতারে গোয়েন্দা পুলিশের অভিযান অব্যহত রয়েছে। গ্রেফতারকৃত আসামী কবির শেখ এর বিরুদ্ধে ধর্ষণ, চাঁদাবাজীসহ সর্বমোট ৮/৯ টি মামলা বিচারাধীন রয়েছে বলে জানা যায়।