ফিলিপাইনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬২২ জনের মৃত্যু

181

ফিলিপাইনে চরম আকারে ধারণ করেছে ডেঙ্গু প্রকোপ। ইতোমধ্যে দেশটিতে এই রোগে আক্রান্ত হয়ে অন্তত ৬২২ জন প্রাণ হারিয়েছেন। এমতাবস্থা দেশটিতে মহামারী ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ খবর দিয়েছে বিবিসি।

ফিলিপাইনের স্বাস্থ্য অধিদপ্তরের বরাত দিয়ে খবরে বলা হয়, চলতি বছরের শুরু থেকে ২০ জুলাই পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে ১ লাখ ৪৬ হাজার মানুষ। গত বছরের তুলনায় যা ৯৮ শতাংশ বেশি। জুলাই মাসের শুরুতে দেশটিতে ‘জাতীয় ডেঙ্গু সতর্কবার্তা’ জারি করা হয়। ডেশটির পশ্চিমে ভিসাইয়াস অঞ্চলে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। শুধু ওই অঞ্চলেই ২৩ হাজারের বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত।