ফকিরহাটে ঈদকে সামনে রেখে  কাটাখালি হাইওয়ে থানা প্রশাসনের ব্যাপক প্রস্তুতি

173

বাদশা আলম , ফকিরহাট থানা প্রতিনিধি :
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার কাটাখালি হাইওয়ে থানার প্রশাসন ইদ-উল-আযাহাকে সামনে রেখে জনসাধারনের যানমালের নিরাপত্তা ও অপরাধ কর্মকান্ড রোধে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। ইদ-উল-আযাহা উপলক্ষে ফকিরহাটসহ খুলনা-মোংলা, খুলনা-বাগেরহাট মহাসড়কে ঈদে ঘরমুখ জনসাধারনের যানমাল রক্ষার্থে প্রতিটি ষ্টান্ডে ষ্টান্ডে পুলিশের নজরদারি রয়েছে। এছাড়া নিয়মিত টহল জোরদার ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে কাটাখালি হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ রবিউল ইসলাম জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক আছে। এ বিষয়ে স্থানীয় কয়েকজন ব্যবসায়ীদের সাথে কথা হয় আব্দুল্লা, ফেরদৌস, রবি, মিন্টু, শাহীন,মুজিবুর, দুলাল, আজমল হোসেন সহ তারা বলেন, বর্তমানে ঈদ-উল-আযাহাকে সামনে রেখে জনসাধারনের চলাচলের ও যানমালের নিরাপত্তায় প্রতিটি মোড়ে মোড়ে পুলিশ আগের চেয়ে বেশি টহল দিচ্ছে। যার জন্য ছিনতাইকারী সহ অন্যান্য অপরাধীরা সন্ত্রাসী কর্মকান্ড করতে পারছে না। আমরা ব্যবসা বানিজ্য স্বাভাবিক ভাবে করতে পারছি। এ বিষয়ে কয়েকজন যাত্রীর সংগে কথা হলে তারা জানান পূর্বের চেয়ে রোডে চলাচলের জন্য পুলিশি নিরাপত্তা পাচ্ছি। আমরা নিঃসন্দেহে কোন অপীতিকর ঘটনা ছাড়া আমাদের গন্তব্য স্থানে পৌছাতে পারছি।