১৫ দিনেই হাসপাতালে ভর্তি ৩০ হাজার ডেঙ্গু রোগী

176

আগস্টের ১৫দিনে প্রায় ৩০ হাজার ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগের কয়েক বছরেও এতো রোগী হাসপাতালে আসেনি। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ১৯২৯ জন রোগী সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। মারা গেছেন অন্তত ২ জন। জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৮হাজার ২৮০জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ হাজার ৬৭০জন। বর্তমানে ভর্তি আছেন ৭হাজার ৫৭০জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার এন্ড কন্ট্রোল রুম সূত্র এ তথ্য জানিয়েছে।

সরকারি হিসেবে এ তথ্য দেয়া হলেও বেসরকারি হিসাব বলছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা আরও কয়েক গুণ। মৃতের সংখ্যা সরকারিভাবে ৪০ বলা হলেও বেসরকারি হিসাবে এ সংখ্যা শতাধিক। অব্যাহত রোগী আসায় সরকারি-বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে। হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারিদের ছুটি বাতিল করা হয়েছে।