বঙ্গবন্ধু মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ভবনের জরাজীর্ণ অবস্থা

188
ফকিরহাট থেকে বাদশা আলম
বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলায় টাউন নওয়াপাড়ায় বঙ্গবন্ধু মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের লেখাপড়া মান ভালো হলেও বিদ্যালয়ের ভবনের প্রতিটি শ্রেনি কক্ষে ছাদ প্লার ও ফ্লোর এর প্রায় স্থানে ঝরেঝরে পড়ছে।এতে শিক্ষার্থী ও শিক্ষকরা চরম নিরাপত্তায় ভুগছে। এ বিষয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক (শিক্ষিকা) ছায়া রানি দাশ বলেন,বিদ্যালয়ে ২৪২ জন শিক্ষার্থী, ১৩ জন শিক্ষক, ৪ জন কর্মচারী নিয়ে জরাজীর্ণ ভবনে জিবনের ঝুকি নিয়ে শিক্ষার্থীদের পাঠদান দিয়ে যাচ্ছে।মাঝেমধ্যে ক্লাস চলাকালীন ফাটল ধরা ছাদ থেকে ইট বালি ঝরেঝরে পড়ে।এ নিয়ে আমরা আতঙ্কর মধ্যে রয়েছি যেকোনো মুহুর্তে ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। এ জরাজীর্ণ ভবনের বিষয়ে উর্ধ্বতন কর্মকর্তার নিকট জানিয়েছেন বলে জানান।বিদ্যালয়টি ১৯৮৬ ইং সনে স্থাপিত হয়।