ইউনিয়ন পরিষদে নাগরিক সুবিধা বাড়াতে আরো জনবল প্রয়োজন : কুরশা ইউপি সচিব হাবিবুর রহমান

152

আরিফুর রহমান এবং রনি মজুমদার

বর্তমান সরকারের আমলে স্থানীয় সরকার ব্যবস্থায় ঘটেছে আমল পরিবর্তন। বিভিন্ন খাতে বাড়ছে বরাদ্দ হচ্ছে উন্নয়ন।কিন্তু পিছিয়ে আছে ইউনিয়ন পরিষদের সেবার মান।সরজমিনে গিয়ে দেখা যায় বিভিন্ন প্রতিবন্ধকতা। বিলম্বিত হচ্ছে বিভিন্ন প্রকল্প এর কাজ এবং সামাজিক নিরাপত্তা বেস্টনীর ভাতার তালিকা প্রনয়নে। এ বিষয়ে কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুরশা ইউপি সচিব হাবিবুর রহমান Cintv24 কে বলেন আমাদের ইউনিয়নে ৬৫ টি কমিটি রয়েছে এর প্রতিটি কমিটির সদস্য সচিব আমি ।এছাড়া ১৩ টি ষ্টান্ডিং কমিটি এর সদস্য সচিব আমি। প্রতি মাসে এইগুলোর রেজুলেশন করা থেকে শুরু করে বিভিন্ন প্রকার ভাতার তালিকা, উপজেলা মিটিংসহ প্রকল্প প্রদরশন করা যা একার পক্ষে বাস্তবায়ন করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। আমাদের জনবলের আরো প্রয়োজন। তাছাড়া একজন সহকারী সচিব নিয়োগের কথা থাকলেও এখনো কোনো কিছু হয়নি। এর ফলে সরকারের সেবা জনগনের নিকট সময়মত পৌঁছাতে পারছে না। তাই সরকারের নিকট আমাদের দাবি আমাদের ইউনিয়ন পরিষদে যাতে জনবল বৃদ্ধি করা হয়।