অভয়নগরে সুন্দলীতে সরকারি খালের নেট-পাটা ও শেওলা অপসারণ

155

শামছুজ্জামান মন্টু, স্টাফ রিপোর্টার,
অভয়নগরের ভবদহ উত্তর এলাকার জলাবদ্ধতা রোধকল্পে অবৈধ নেট-পাটা ও শেওলা অপস্মরণ কার্যক্রম শুরু হয়েছে। যশোর জেলা পানি উন্নয়ন বোর্ডর উপ-বিভাগীয় প্রকৌশলী কর্মকর্তা সাইদুর রহমান, জেলা পানি উন্নয়ন বোর্ডের শাখা কর্মকর্তা আসাদুজ্জামান পিয়াল, আসিফুদ্দৌলা ও রাজু আহম্মেদ, অভয়নগর উপজেলার ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মো: আক্তার হোসেনের নেতৃত্বে একটি দল এই অপসরণ কার্যক্রম শুরু করে। দলটি গতকাল সকাল ১০ টায় সুন্দলী ইউনিয়নের সুন্দলী বাজারের পশ্চিম পার্শের অভয়নগর-মণিরামপুর সীমানা পুলের উপর থেকে অবৈধ নেট পাটা উঠানোর জন্য মাইকিং করে। পরে সীমানা পুল থেকে সরকারি খাল বরাবর প্রথমে উত্তর দিকে অপসারণ কাজ শুরু করে। এসময় বাজারের সীমানা পুল হতে উত্তর দিকে ১কি.মি. ও দক্ষিণ দিকে ১কি.মি. নেট-পাটা ও শেওলা অপসারণ করেন তারা। দলটি সরকারি খাল থেকে ২টি অবৈধ নেট-পাটা অপসারণ করে। জলাবদ্ধতা রোধে ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ড উপ-বিভাগীয় প্রকৌশলী কর্মকর্তা সাইদুর রহমান বলেন ভবদহ উত্তর জনগণের জলাবদ্ধতা রোধে আজ থেকে এই এলাকার খাল গুলোতে অবৈধ নেট পাটা অপসরণ অব্যাহত থাকবে।