মিন্নিকে জামিন দিয়েছেন হাইকোর্ট

209

বরগুনায় রিফাত শরীফ হত্যা মামলায় নিহতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিনকালীন তাকে তার বাবা মোজাম্মেল হকের জিম্মায় থাকার নির্দেশও দিয়েছেন আদালত। একইসঙ্গে গণমাধ্যমে কোনো ধরনের কথা না বলতে মিন্নিকে নির্দেশ দেয়া হয়েছে। আজ বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।  এর আগে গতকাল মিন্নির জামিন নিয়ে শুনানী শেষ হয়। শুনানী নিয়ে আজ রায়ের দিন ধার্য করেছিলেন হাইকোর্টের এ দ্বৈত বেঞ্চ। আদালতে মিন্নির পক্ষে শুনানি করেন, সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সরোয়ার হোসাইন বাপ্পী। গতকাল শুনানিতে আইনজীবী জেড আই খান পান্না আদালতকে বলেছিলেন, আয়শা ১৯ বছর বয়সী একটা মেয়ে। তার স্বামী এ ঘটনায় মারা গেছেন। তার পালানোর কোনো সুযোগ নেই। আজ জামিন আদেশের পর এক প্রতিক্রিয়ায় মিন্নির পিতা বলেন, আমি ন্যায়বিচার পেয়েছি। আমি রায়ে খুশি। এ সময় মিডিয়াসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, গত ১৬ই জুলাই জিজ্ঞাসাবাদের জন্য মিন্নিকে বরগুনা জেলা পুলিশ সুপার কার্যালয়ে নেয়া হয়। রিফাত হত্যকাণ্ডে সম্পৃক্ততা পাওয়ায় ওইদিনই মিন্নিকে আলোচিত এ মামলায় গ্রেপ্তার  দেখানো হয়। এরপর থেকে মিন্নি কারাগারে ছিলেন। তার জামিনের জন্য একাধিকবার আবেদন করা হলেও জামিন মেলেনি। অবশেষে ১ মাস ১৩ দিন পর হাইকোর্টের আদেশে মিন্নির জামিন মিললো। সৌজন্যে : মানবজমিন