রাজধানীতে বোমা হামলার ঘটনায় মামলা, দায় স্বীকার আইএসের

147

রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে বোমা হামলার ঘটনায় নিউমার্কেট থানায় মামলা করা হয়েছে। আজ সকালে পুলিশ বাদি হয়ে অজ্ঞাত সন্ত্রাসীদের আসামি করে মামলাটি দায়ের করে। এদিকে, বোমা হামলার দায় স্বীকার করেছে আর্ন্তজাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। এক টুইট বার্তায় এই তথ্য জানিয়েছে সাইট ইন্টেলিজেন্স। শনিবার দিবাগত রাতে টুইটে এই দায় স্বীকার করে আইএস। এতে উল্লেখ করা হয়েছে, ‘একটি গোপন ইউনিট বাংলাদেশের রাজধানীতে ট্রাফিক পুলিশের দুই জন অফিসারকে লক্ষ্য করে একটি আইইডি বিস্ফোরিত করে।’
বিস্ফোরণে সময় ওই সড়ক দিয়ে যাচ্ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। তার গাড়ি থেকে ১০০ দুরে বোমাটি বিস্ফোরণ ঘটে। তেজগাঁও থেকে ধানমন্ডির সীমান্ত স্কয়ারে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন তিনি।

সায়েন্স ল্যাব মোড়ে মন্ত্রীর গাড়ি যানজটে আটকা পড়লে মন্ত্রীর নিরাপত্তা দলের এএসআই শাহাবুদ্দিন গাড়ি থেকে নামেন। তিনি ট্রাফির পুলিশ সদস্যের সঙ্গে কথা বলতে গেলে  বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এতে পুলিশের এএসআই শাহাবুদ্দিন ও ট্রাফিক পুলিশের কনস্টেবল আমিনুল (৪০) আহত হয়েছেন। গতকাল রাত সোয়া ৯টার দিকে বিস্ফোরণের ঘটনাটি ঘটে।
উল্লেখ্য, এর আগে গত ৩০শে এপ্রিল গুলিস্তানে ট্রাফিক পুলিশকে লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ করা হয়। তারপরে গত ২৬শে মে মালিবাগে পুলিশের এসবি (বিশেষ শাখা) কার্যালয়ের সামনে একটি পিকআপে বোমা হামলার ঘটনা ঘটে। ২৪শে জুলাই রাতে ফার্মগেটের খামারবাড়ি ও পল্টন এলাকার পুলিশের দুটি তল্লাশিচৌকির পাশ থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়। এসব ঘটনায় দায় স্বীকার করে বিবৃতি দেয় আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।