খুলনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২টি প্রতিষ্ঠানকে জরিমানা  

169
 খুলনা ব্যুরো। 
বৃহস্পতিবার সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব শিকদার শাহীনুর আলম-এর নেতৃত্বে খুলনার নিউমার্কেট, সিমেট্রি রোড এলাকায় তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। তদারকি করে নিউমার্কেট এলাকায় মূল্য বিহীন, বৈধ আমদানিকারকের সীল ছাড়া বিদেশী কসমেটিকস রাখায় বেবি শপকে ৫,০০০ টাকা ও সিমেট্রি রোডে কস্তুরি হোটেলে রান্না ঘর নোংরা থাকা ফ্রিজে রান্না খাবারের সাথে কাচা মাংস সংরক্ষণ করায় ৫,০০০টাকা জরিমানা করা হয়। এ অভিযানে  সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানো হয়। এই পরিদর্শন মূলক বাজার অভিযানে সার্বিক সহায়তা করেন ৩ এপিবিএন, শিরোমনি খুলনা,  ও ক্যাব খুলনা প্রতিনিধি। জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে ও জানা যায়।