আসক এর সহায়তায় মংলা থেকে পাচার হওয়া কিশোরী ভারত থেকে উদ্ধার

368

অবেশেষে দীর্ঘ  প্রতিক্ষার পর ভারতের এক কথিত বন্দিশালা  থেকে মুক্তি পেয়ে  মায়ের আঁচলে ফিরে এসেছে কিশোরী বর্ণালী। এর সবটুকু কৃতিত্ব আসক এর খুলনা বিভাগীয় কমিটির  এ দাবি করেছেন বর্ণালীর মাতা গুলজান বেগম।

তথ্যমতে, মানব পাচারকারী চক্রের হাত থেকে উদ্ধার করে অবশেষে বর্ণালীকে তার মায়ের জিম্মায় ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন এর উদ্যোগে। বৃহস্পতিবার খুলনার চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট এর আদালতের আইনি প্রক্রিয়া শেষে ভারতে পাচার হওয়া কিশোরী বর্ণালীকে তার মা গুলজান বেগম-এর নিকট হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার ৫ এপ্রিল ২০১৯ তারিখে বর্ণালী ফেসবুকের মাধ্যমে প্রেমে পড়ে আব্দুল্লাহ মুন্সি’র ফাদে পা দেয়, তারপর আব্দুল্লাহ মুন্সি তাকে বিয়ের প্রলোভন দিয়ে ভারতে নিয়ে একটি সিন্ডিকেটের কাছে বিক্রী করে দেয়। তারপর থেকে মেয়ের কোনো খোঁজ না পেয়ে দিশেহারা মা গুলজান বেগম মংলা উপজেলা আসক ফাউন্ডেশন এর সভাপতি সুমি লীলার সহযোগীতা কামনা করেন। পরবর্তীতে সুমি লীলা আসক এর খুলনা বিভাগীয় কমিটির সাধারন সম্পাদক মোঃ শাহাদাত হোসেন শাওন এর সার্বিক সহযোগীতা ও প্রশাসনের সহযোগীতার মাধ্যমে ভারত থেকে উদ্ধার ও অবশেষে মায়ের কোলে ফিরিয়ে দিতে পেরেছেন বর্ণালীকে। এদিকে মানব পাচার আইন ২০১২ সালের ৭/৮/১০(১) ধারায় ৩০-০৪-২০১৯ তারিখে খানজাহান আলী থানায় এই মামলাটি দায়ের হয়, মামলা নং-১০।

ভারতে পাচার হওয়া কিশোরী বর্ণালিকে আইনি প্রক্রিয়ায় সহযোগিতা করেছে আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন খুলনা বিভাগের বিভাগীয় কমিটির সাধারন সম্পাদক মোঃ শাহাদাত হোসেন শাওন ও আসক মংলা উপজেলা কমিটির সভাপতি সুমিলীলা, আসক খুলনা বিভাগীয় কমিটির আইন সম্পাদক এ্যাড. আইয়ুব হোসেন , সিনিয়র সহ-সভাপতি শেখ মনির হোসেন, সহ-সভাপতি মোঃ আসিফ ইকবাল, সহ-সাধারন সম্পাদক সালমান ফয়সাল, জেলা কমিটির সভাপতি আব্দুল কাইউম খান, আজকের সংবাদ পত্রিকার সাংবাদিক জাফর ইকবাল অপু, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির বিভাগীয় প্রধান এ্যাড. হামিদা লায়লা খান, ও এ্যাড. শাম্মি আক্তার, সি আই ডি’র সাব-ইনসপেকটর শেখ শহিদুল ইসলাম।

এদিকে নারী পাচারকারিদের কাছে জিম্মি থাকা কিশোরীকে উদ্ধারের জন্য খুলনা বিভাগীয় কমিটির সাধারন সম্পাদক মোঃ শাহাদাত হোসেন শাওন সহ আসকের সর্বস্তরের দায়িত্বশীল এবং প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন সিআইএনটিভি২৪ এর সম্পাদক আবু হামজা বাঁধন, মানবাধিকার প্রতিদিন অনলাইন নিউজ পোর্টালের ভারপ্রাপ্ত সম্পাদক আছিফুর রহমান,  দৈনিক ঢাকা রিপোর্ট পত্রিকার নির্বাহী সম্পাদক মুশফিক শুভ, যোগাযোগ প্রতিদিন এর সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন, সিআইএনটিভি২৪ এর খুলনা ব্যুরো মো. আল আমিন খাঁন (প্রমুখ)।