লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা মিরনকে গুলি করে হত্যা

146

লক্ষ্মীপুরে খোরশেদ আলম মিরন প্রকাশ মিলন নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতা ও ইউপি সদস্যকে গুলি করে হত্যা করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার আলাদাদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। তবে কেন এ হত্যাকাণ্ড তা সুষ্পষ্টভাবে জানাতে পারেনি কেউ। নিহত মিরন স্থানীয় দত্তপাড়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও ইউপি সদস্য (৬ নং ওয়ার্ড) এবং ধৈন্যপুর গ্রামের মৃত মনছুর আহমদের ছেলে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় দোকানী লিটন ও পুলিশ জানায়, রাতে মিরন স্থানীয় লিটনের মুদি দোকানে একটি সালিশী বৈঠকের বিষয়ে কথা বলছিলেন। হঠাৎ মুখোশপরা বন্দুকধারী ৪ দুর্বৃত্ত দোকানে ঢুকে তাকে উদ্দেশ্য করে এলোপাতাড়ি গুলি করে। এসময় একাধিক গুলিবিদ্ধ হয়ে সে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন, থানার ওসি আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে নিহতের স্বজন আলেয়া বেগম জানান, স্থানীয়ভাবে কয়েকজনের সাথে পূর্ব বিরোধ ছিল তার। এ সংক্রান্ত মামলায় কারাভোগও করেন মিরন। এর জের ধরে তাকে হত্যা করা হতে পারে। অন্যদিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান আহসানুল কবির রিপন জানান, সন্ত্রাসী কর্মকাণ্ডের ধারাবাহিকতায় এ হত্যাকাণ্ড ঘটতে পারে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করেন চেয়ারম্যান। এ ব্যাপারে পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান জানান, ৪ জন মুখোশপরা সন্ত্রাসী মিরনকে গুলি করে হত্যা করেছে।