শেষ পর্যন্ত পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন ভিসি নাসির

156

শিক্ষার্থীদের অব্যাহত আন্দোলনের মুখে দীর্ঘদিন অবরুদ্ধ থাকা গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিন ক্যাম্পাস ত্যাগ করেছেন। রোববার রাত সোয়া ৭টার দিকে পুলিশের পাহারায় তিনি ক্যাম্পাসে সরকারি বাসভবন থেকে বের হয়ে যান। তবে তিনি কোথায় গেছেন- তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

গোপালগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান বলেন, ভিসি আমাকে ফোন করে জানান- তিনি শারীরিকভাবে অসুস্থতা অনুভব করছেন। তাকে পুলিশ প্রটেকশন দিয়ে ক্যাম্পাস থেকে বের হওয়ার অনুরোধ করেন। মানবিক বিবেচনায় পুলিশ প্রটেকশনে তাকে ক্যাম্পাস থেকে বের হতে সহযোগিতা করা হয়েছে। ভিসি কোথায় যাচ্ছেন? এমন প্রশ্নে এসপি বলেন, ভিসি কোথায় যাবেন সে বিষয়ে আমাকে কিছু বলেননি।

এদিকে পুলিশের কড়া পাহারায় ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় ভিসির গাড়ির সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা স্লোগান দেন এবং জুতা প্রদর্শন করেন।

শিক্ষার্থীরা জানান, আজ ইউজিসি ভিসিকে প্রত্যাহারের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে সুপারিশ দেয়ায় তিনি রাতের আঁধারে বাংলো ছেড়েছেন। এখন তার পদত্যাগ সময়ের ব্যাপার।’ এর আগে দুপুরে তাকে অপসারণের সুপারিশ করে প্রতিবেদন দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) গঠিত তদন্ত কমিটি।

প্রসঙ্গত, গেলো ১১ সেপ্টেম্বর আইন বিভাগের ছাত্রী ও ডেইলি সানের সাংবাদিক ফাতেমা-তুজ জিনিয়াকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জিনিয়ার বহিষ্কার নিয়ে ব্যাপক সমালোচনার মুখে ১৮ সেপ্টেম্বর প্রশাসন তার বহিষ্কারাদেশ তুলে নিতে বাধ্য হয়। ১৯ সেপ্টেম্বর থেকে শিক্ষার্থীরা ভিসির বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি ও নারী কেলেঙ্কারির অভিযোগ এনে তার পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।