হাতিয়া উপজেলায় যাত্রী দূর্ভোগ চরমে, নেই লঞ্চ টার্মিনাল

180
।।জুয়েল ডি সানি / হিমেল সরকার।।

এটা হলো নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার নলচিরা লঞ্চ ঘাট। হাতিয়া উপজেলায় সড়ক পথে যেতে হলে এই একটি মাত্র যোগাযোগ ব্যবস্থা রয়েছে। ওপারে চেয়ারম্যান ঘাট থেকে হাতিয়ার নলচিরা ঘাট দিয়ে প্রতিদিন লাখ লাখ মানুষ যাতায়াত করে কিন্তু এই নলচিরা ঘাটে নেই একটি লঞ্চ টার্মিনাল যার ফলে যাত্রীদের ভোগান্তির কোনো শেষ নেই। চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাট পারাপারের জন্য সরকারি ভাবে দেওয়া হয়েছে দুইটি সি-ট্যাগ যার একটি নষ্ট হয়ে পড়ে রয়েছে, অন্যটি একদিন চললে তিনদিন বন্ধ করে রাখে ঘাট মালিকরা। সি-ট্যাগ বন্ধ রেখে ঘাট মালিকরা  ছোটো ছোটো ট্রলারে যাত্রী পারাপার করে আদায় করছে বেশি টাকা। এই ঘাটে রয়েছে কুলিদের রাজত্ব। কুলিদেরকে টাকা না দিয়ে কিছু পারাপার করা সম্ভব না। এই নলচিরা ঘাট দিয়ে যাতায়াত করতে বেশি দূর্ভোগে পড়েন নারী ও শিশুরা। কিন্তু জনগণের এই দূর্ভোগ চোখে পড়েনা স্থানীয় প্রশাসনের। CINtv24 এর মাধ্যমে হাতিয়া বাসী সরকারের কাছে বিশেষ দাবী জানাচ্ছে যে নলচিরা ঘাটে একটি লঞ্চ টার্মিনালের ব্যবস্থা করে দেন।

ছবি তুলেছেন : অহিদুল ইসলাম