লক্ষীপুর জেলা থেকে ভুয়া সাংবাদিক আটক

276

।।লক্ষীপুর থেকে জুয়েল ডি সানি।।

লক্ষীপুর জেলার রামগতি উপজেলা থেকে তিন জন ভুয়া সাংবাদিক ও একজন গাড়ী চালক সহ চারজনকে আটক করেছে রামগতি থানা পুলিশ। গত সোমবার (৩০সেপ্টেম্বর) রাত ১১টার দিকে রামগতি উপজেলার আলেকজান্ডার এলাকা থেকে এদের আটক করা হয়।আটককৃতরা হলেন- শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার মৃত দুলাল বেপারীর ছেলে হৃদয় হোসেন (২৩), নওগাঁ জেলার অাত্রাই উপজেলার আব্দুল খালেক সরদারের ছেলে মাসুদ রানা(২৫), ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা উপজেলার বাদল মিয়ার ছেলে ইব্রাহিম (২৩), এবং তাদের গাড়িচালক নোয়াখালী জেলার সুদারাম থানার রিয়াজ উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম। পুলিশ জানায় আটককৃতরা দুইদিন ধরে রামগতি উপজেলার বিভিন্ন এলাকায় বিজয় টিভির সাংবাদিক পরিচয় দিয়ে সরকারি অফিসের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের কাছ থেকে প্রতারণা করে টাকা হাতিয়ে নিচ্ছে। এই বিষয়ে একজন রামগতি প্রেসক্লাবে অভিযোগ করলে প্রেসক্লাবের সাংবাদিকেরা বিজয় টিভির প্রধান কার্যালয়ে যোগাযোগ করে এবং বিজয় টিভির প্রধান কার্যালয় থেকে জানানো হয় তারা অফিস থেকে কোনো সাংবাদিক লক্ষীপুরে পাঠাইনি। আপনারা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করুন। এর পরে তাদের আটক করে রামগতি থানা পুলিশ। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, আটককৃত ভুয়া সাংবাদিকদের কাছ থেকে বিজয় টিভির স্টিকার লাগানো একটি মাইক্রোবাস, একটি ভিডিও ক্যামেরা ও বিজয় টিভি এবং বাংলা টিভির দুটি ভুয়া পরিচয়পত্র জব্দ করা হয়। এ ঘটনার জন্য তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে রামগতি থানা পুলিশ।