সৌদি আরবে একটি গাড়ির সঙ্গে বাসের সংঘর্ষে ৩৫ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই বাসের যাত্রী ছিল।বুধবার (১৬ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে মদিনার ১৭০ কিলোমিটার দূরে আল-আখাল গ্রামের হিজরা রোডে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সি জানায়, ওই বাসটিতে ৩৯ জন যাত্রী ছিলেন। বাসটি একটি লোডারের (সাধারণত নির্মাণকাজে ব্যবহৃত ভারী গাড়ি) সঙ্গে ধাক্কা খায়। আহতদের আল-হামনা হাসপাতালে নেয়া হয়েছে। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় রেড ক্রিসেন্টসহ অন্যান্য জরুরি সেবা সংস্থা।