কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের ভোগান্তি

212
হিমেল সরকার, ষ্টাফ রিপোর্টার 
 প্রধানমন্ত্রীর নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার সংকট প্রকট। কাগজ কলমে অনেকের পোষ্টিং থাকলেও বিভিন্ন অজুহাতে অনেকেই ঠিকমতো কর্মস্থলে থাকে না। যারা থাকেন তারা সিফট করে শুধু জরুরী বিভাগে সপ্তাহে দুদিন করে ডিউটি করে চলে যান। যে কারনে আউট ডোরে কোন ডাক্তার বসেন না। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  কর্মকর্তা ডাঃ সুশান্ত বৈদ্য একাই আউটডোরে রোগী দেখেন, প্রশাসনিক দায়িত্বের কারনে তাকে প্রায়ই বাইরে থাকতে হয়। তখন রোগীরা চরম ভোগান্তিতে পরে এবং চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়। ডাক্তারগন সকাল ৯ টা থেকে ১ টা পর্যন্ত কেনো আউট ডোরে ডিউটি করে না,এবং সামান্য সমস্যা হলেই রোগীকে গোপালগঞ্জ, খুলনা কেন রেফার করা হয় সে বিষয়ের প্রতিবাদে কোটালীপাড়া হাসপাতাল গেটের বনিক সমিতি ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিরা হাসপাতাল গেটে আলোচনা সভা করে, উক্ত সভায় দিদারুল ইসলাম খান,সঞ্জয় বিশ্বাস,হাসান মোল্লা, অধ্যক্ষ গৌরাঙ্গ লাল চৌধুরী সহ অনেকে বক্তব্য রাখেন। বক্তারা অবিলম্বে এ সকল সমস্যা সমাধান করে এখানে যে সকল ডাক্তার এর পোষ্টিং আছে তাদের সঠিক ডিউটি করার জন্য আহ্বান করেছেন অন্যথায় কোটালীপাড়ার সর্বস্তরের জনগনকে সাথে নিয়ে রাজপথে আন্দোলনে নামা হবে।