খুলনায় চার নম্বর ঘাট এলাকায় তেলের দোকানে ভয়াবহ অগ্নিকান্ড

132

খুলনা ব্যুরো।।

রোববার দিবাগত রাতে খুলনা চার নম্বর ঘাট এলাকায় এক চোরাই তেলের দোকানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এলাকাবাসী সূএে জানা যায়, চার নম্বর ঘাট এলাকায় শাহজাহান মল্লিকের তেলের দোকানে মধ্যরাতে আগুন লাগে। কিন্তু আশপাশে অন্যকোন দোকানপাট না থাকায় আগুন ছড়িয়ে পড়েনি। এ সময়ে আশাপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরবর্তীতে খবর পেয়ে ফায়ার সার্ভিসের বয়রা, টুুটপাড়া, খালিশপুর ফায়ার স্টেশনের ১১ টি গাড়ি ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। ফায়ার সার্ভিসের উপ পরিচালক নূর হোসেন আহমেদ জানান, প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন করা হয়েছে, তবে ক্ষয়ক্ষতির পরিমান নিরূপন করা যায়নি। এদিকে আগ্নিকান্ডের খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর শামসুজ্জামান মিয়া স্বপন ঘটনাস্থলে গেলে আগুনে ক্ষতিগ্রস্থদের সাথে তার বাকবিতণ্ডা হয় বলে জানা গেছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রন করে। ওই দোকানে জাহাজ ও ট্রেনের চোরাই তেল বিক্রি করা হত বলেও গোপন সূত্রে জানা যায়।