মেহেদী হাসান ইরান, স্টাফ্ রিপোর্টার।।
অভয়নগর উপজেলার আট নং সিদ্ধিপাশা ইউনিয়নের ধুলগ্রাম হাসপাতাল খেয়াঘাট চরম ভাংগনের কবলে পড়েছে ঘটতে পারে যে কোন সময় বড় ধরণের দুর্ঘটনা যা দেখার কেউ নেই। গতকাল হাসপাতাল খেয়াঘাটে সরজমিনে গিয়ে দেখাযায় শত শত লোক পার হচ্ছে এ খেয়া ঘাট দিয়ে অথচ জীবনের ঝুকি নিয়ে খুব সাবধানে পারা পার হতে দেখাগেছে। এ বিষয়ে ঘাট মালিক ইমদাদ হোসেন জানালেন রাস্তা ঘাট উন্নয়ন হলেও আমাদের খেয়া ঘাটের অবস্থা এতই লাজুক যে এই ঘাট দিয়ে বিপদের সময় ছাড়া কেউ পারাপার হতে চায়না।স্থানিয় পথচারি ষাটউর্দ্ধ আবুল কালাম জানালেন হাসপাতালে রুগি নেওয়ার সময় আমাদের অনেক ভুগাস্তি পোহাতে হয়। এলাকার সচেতন মহল খেয়াঘাট টির মেরামতের জন্য কর্তৃ পক্ষের কাছে বিনিত আবেদন করেছেন।