অভয়নগর আওয়ামীলীগের আসন্ন ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে বর্ধিত সভা

224

।।জসিম সেখ বাচ্চু , জেলা প্রতিনিধি-যশোর।।

আসন্ন ৯ নভেম্বর শনিবার অভয়নগর উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। অভয়নগর উপজেলা আ’লীগের আয়োজনে শনিবার বিকালে নওয়াপাড়া বাজারে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত বর্ধিত সভার সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগের আহবায়ক ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব এনামুল হক বাবুল। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, যশোর জেলা আ’লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন। প্রধান বক্তা ছিলেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলাদার।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সম্মেলেনের দায়িত্বপ্রাপ্ত জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এস এম আফজাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন, সাবেক হুইপ ও উপজেলা আ’লীগের সাবেক সভাপতি শেখ আব্দুল ওহাব, জেলা আ’লীগের দপ্তর সম্পাদক মাহমুদ হাসান বিপু, উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক ও সাবেক পৌর চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান, যুগ্ম আহবায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর, যুগ্ম আহবায়ক ও নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, জেলা আ’লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রেজাউল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক কাজী আব্দুস সবুর, উপ-প্রচার সম্পাদক জিয়াউল ইসলাম হ্যাপি, জেলা আ’লীগের সদস্য মমিয়ার রহমান সাগর, সাহারুল ইসলাম, উপজেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি শিবু প্রসাদ সাহা, গাজী নজরুল ইসলাম, ইব্রাহিম হোসেন বিশ্বাস, সাবেক যুগ্ম সম্পাদক সানা আব্দুল মান্নান, শেখ আইয়ুব হোসেন, রাজঘাট-নওয়াপাড়া শিল্পাঞ্চল শাখা শ্রমিকলীগের সভাপতি ফারাজী নজরুল ইসলাম, নওয়াপাড়া পৌর আ’লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম সরদার, সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর শেখ আব্দুল ওয়াদুদ, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুর রউফ মোল্যা, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বাপ্পিসহ সকল ইউনিয়ন ও পৌর ওয়ার্ড পর্যায়ের আ’লীগের নেতৃবৃন্দ।

বর্ধিত সভা শেষে অনুষ্ঠানের সভাপতি অভয়নগর উপজেলা আ’লীগের আহবায়ক আলহাজ্ব এনামুল হক বাবুল জানান, আগামী ৯ নভেম্বরর উপজেলা আ’লীগের সম্মেলন সফল-স্বার্থক ও শন্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। এছাড়া বিশেষ বর্ধিত সভায় সাংগঠনিক কার্যক্রম ও সম্মেলনের বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অপরদিকে জেলা আ’লীগের সাধারণ সম্পাদক বলেন, আগামী ৯ নভেম্বর অভয়নগর উপজেলা আ’লীগের সম্মেলনে ২০০৮ সালের পর বিভিন্ন দল থেকে যারা আ’লীগের যোগদান করেছিল, স্থানীয় আ’লীগে যদি তাদের কোন পদ-পদবি থাকে তা বাতিল বলে গণ্য হবে এবং তারা কোন ভাবেই সম্মেলনে অংশগ্রহণ করতে পারবে না। এটি কেন্দ্রীয় আ’লীগের সিন্ধান্ত বলে তিনি জানান।