সাতক্ষীরার বাঁশদহা ও কুলিয়াডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় সমাপনী পরীক্ষার্থীদের বিদায় 

197

।। বদরুজ্জামান খোকা, (জেলা প্রতিনিধি) সাতক্ষীরা ।।

সাতক্ষীরা সদর উপজেলার এক নম্বর বাঁশদহা ইউনিয়নের বাঁশদহা ও কুলিয়াডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর সমাপনী পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ( ১৩ নভেম্বর)  বেলা ১১ ঘটিকার সময় পৃথক-পৃথক ভাবে বাঁশদহা ও কুলিয়াডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় এই বিদায় অনুষ্ঠান শুরু হয়। বাঁশদহা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইয়ারুল ইসলামের সভাপতিত্বে শুরু হলে, এসময় উপস্থিত ছিলেন বদরুজ্জামান,মুক্তিযোদ্ধা আবু তালেব এবং সকল শিক্ষক/কর্মচারী এসময় উপস্থিত ছিলেন। অপর দিকে কুলিয়াডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি বদরুজ্জামানের সভাপতিত্বে শুরু হলে, আরও উপস্থিত ছিলেন রবিউল ইসলাম,সিরাজুল ইসলাম,লিটন হোসেন,আমির হোসেন,মহিলা সদস্য রিংকু ও রিক্তা। বিদায় অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুষমা ব্যানার্জি। এসময় আরও উপস্থিত ছিলেন শিক্ষক সিরাজউদ্দীন,ফনিন্দ্রনাথ বিশ্বাস,দিপালি রানী সরকার,সাহাবুদ্দীন সাজু। বক্তারা এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন এই বিদায় সেই বিদায় নই। এটা প্রাথমিক বিদ্যালয় সমাপনীর বিদায়। এখান থেকে শিক্ষা নিয়ে তোমাদের আরও রড় হতে হবে। এবং দেশ ও জাতীর কল্যানে এগিয়ে যেতে হবে।