সাতক্ষীরায় প্রাথমিকের ঝরেপড়া পরীক্ষার্থীদের নিয়ে বিশেষ শিক্ষা ব্যবস্থা

189

।।বদরুজ্জামান খোকা,  (জেলা প্রতিনিধি) সাতক্ষীরা।।

সাতক্ষীরা সদর উপজেলার এক নম্বর বাঁশদহা ইউনিয়নের সরকারী প্রাথমিক বিদ্যালয় সর্ব মোট ১৫ টি। এসমস্ত প্রাথমিক বিদ্যালয়ের ঝরেপড়া ছাত্র/ছাত্রীদের নিয়ে বিশেষ শিক্ষা ব্যবস্থা করেছেন বাঁশদহার কৃতি সন্তান রুহুল আমিন। আজ ১৫ই নভেম্বর সকাল ১০ঘটিকার সময় বাঁশদহা গ্রামীন টাওয়ার সংলগ্ন মনি দর্জির বাড়িতে অনুষ্ঠান শুরু হলে সভাপতিত্ব করেন তহিদুর রহমান বাঁশদহা ইউনিয়ন আওয়ামীলিগের সহ-সভাপতি। এসময় আরও উপস্থিত ছিলেন মাস্টার আব্দুল্লাহ,মাস্টার সিরাজুল,আওয়ামীলিগ নেতা আলাউদ্দীন,সিরাজুল ইসলাম এবং বদরুজ্জামান। বস্তারা বলেন যে সমস্ত ছেলে মেয়েরা পড়া শুনায় অমনোযোগি তাদের কে নিয়ে বিশেষ শিক্ষা ব্যবস্থার আয়োজন। এই সকল ছাত্র/ছাত্রীদের হাতে কলমে শিক্ষা গ্রহনের সুযোগ সহ ক্রিয়া ও সংষ্কৃতি শিক্ষার বিশেষ ব্যবস্থা এখন বাঁশদহায়। তাছাড়া প্রতি শুক্রবার সপ্তাহিক পরীক্ষার মাধ্যমে মিধার বিকাশ ঘটানো হয় ও যোগ্যতা সম্পন্ন ছাত্র/ছাত্রীদের পুরষ্কৃত করা হয়।। এবং হাতের লেখা সুন্দর করার প্রশিক্ষণ দেওয়া হয়। ২০২০ সালের পহেলা জানুয়ারী জন্য শিক্ষায় পিছিয়ে পড়া ছেলে মেয়েদের অগ্রিম ভর্তি নেওয়া হচ্ছে।