খুলনা মহানগর আওয়ামী লীগের ৩৪নং ওয়ার্ডের সম্মেলন : সভাপতি ইকবাল, সাধারণ সম্পাদক খ.ম লিয়াকত

219

এম হুসাইন সাব্বির।।

ব্যাপক উৎসব উদ্দীপনার মাধ্যমে খুলনা মহানগর আওয়ামী লীগের ৩৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত। প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন‘‘ সুবিধাবাদী অনুপ্রবেশকারীদের কারণে দলের মধ্যে কোন বিশৃংখলা সৃষ্টি না হয় সেদিকে প্রতিটি নেতা-কর্মীদের লক্ষ রাখতে হবে। সুসময়ের বন্ধু থেকে দু.সময়ের বন্ধু প্রকৃত আওয়ামীলীগের কর্মীরা যেন বঞ্চিত না হয় সেদিকে দৃষ্টি রাখতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে জননেত্রী শেখ হাসিনার সহযোদ্ধা হিসাবে কাজ করছে আওয়ামীলীগের নিবেদিত কর্মীরা। এই কর্মীরা যেন অনুপ্রবেশকারীদের ভীড়ে হারিয়ে না যায় সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে। তিনি আরো বলেন মাদকের সাথে, সন্ত্রসী এবং জুয়ার সাথে জড়িতদের কোন প্রকার সুযোগ দেওয়া হবে না আর এদের যারা লালন পালন করেন তাদেরকেও চিহিৃত করে ব্যবস্থা নেওয়া হবে। পূনরায় সভাপতি ইকবাল সাধারণ সম্পাদক খ.ম লিয়াকত নির্বাচিত মহানগরীর ৩৪নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে পুনরায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন শেখ ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক পদে খ.ম লিয়াকত আলী নির্বাচিত হয়েছেন।  

মঙ্গলবার বিকাল ৩ টায় শিরোমণি ৩৪নং ওয়ার্ড আওয়ামীলীগ অফিস চত্বরে ত্রি_বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন খানজাহান আলী থানা আওয়ামীলীগের সভাপতি শেখ আবিদ হোসেন। ৩৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ ইকবাল হোসেনের সভপতিত্বে ও সাধারণ সম্পাদক খ.ম লিয়াকত আলীর পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি বেগ লিয়াকাত আলী, ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, মহানগর আওয়ামীলীগের শ্রম সম্পাদক শেখ ইউনুস আলী, মহানগর নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা স.ম রেজওয়ান আলী, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমডি বাবুল রানা,ফারুক হোসেন,মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম কচি, দপ্তর সম্পাদক মুন্সি মাহবুব আলম সোহাগ, দৌলতপুর থানা আওয়ামীলীগের সভাপতি শেখ সৈয়দ আলী, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম বন্দ, বীর মুক্তিযোদ্ধা নূর ইসলাম বন্দ। প্রধান বক্তা ছিলেন খানজাহান আলী থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান, বিশেষ বক্তা ছিলেন আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম। বক্তৃতা করেন শ্রমিকলীগ উত্তরের সভাপতি আলহাজ্ব শেখ আনসার আলী, কেসিসি ২নং ওয়ার্ডের সভাপতি মোঃ শাকিল আহম্মেদ, সাধারণ সম্পাদক এফ.এম জাহিদ হাসান জাকির, ৩৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ ইউসুফ আলী খলিফা, সাধারণ সম্পাদক মোড়ল হাবিবুর রহমান, ৩৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব খান হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ আব্দুল হক, ৩৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল হামিদ সরদার, সাধারণ সম্পাদক সৈয়দ কিসমত আলী, আব্দুর রউফ খান খোকন, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ জাহাঙ্গীর হোসেন, আলহাজ্ব মোড়ল আনিসুর রহমান,বীর মুক্তিযোদ্ধা আলেক শেখ, থানা আওয়ামীলীগের নেত্রী মুক্তা বেগম,এ্যাড. সাহারা ইরানী প্রিয়া, জাকারিয়া রিপন, মনির শিকদার, কাজী আজাদুর রহমান হিরোক, মোঃ কামাল আহম্মেদ, মোঃ শাহাজান হাওলাদার, শেখ তরিকুল ইসলাম, ইউপি সদস্য নবীরুল ইসলাম রাজা,সলেমান মুন্সি প্রমুখ। রাত ৮টায় সম্মেলনে ২য় অধীবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য নাম আহ্বান করা হলে শেষ পর্যন্ত সভাপতি পদে ২জন শেখ ফজলুর রহমান ও শেখ ইকবাল হোসেন এবং সাধারণ সম্পাদক পদে ২জন খ.ম লিয়াকত আলী ও শেখ এনামুল ইসলাম প্রার্থী হলে সমোঝতার মাধ্যমে পূনরায় শেখ ইকবাল হোসেনকে সভাপতি ও খ.ম লিয়াকত আলীকে সাধারণ সম্পাদকের নাম ঘোষনা করা হয়।