পেঁয়াজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণ খুঁজতে মাঠে নেমেছে শুল্ক গোয়েন্দারা

139

পেঁয়াজের অস্বাভাবিক দরবৃদ্ধির কারণ খুঁজতে তদন্ত করছে জাতীয় রাজস্ব বিভাগের শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এরই মধ্যে ৪৫ জন পেঁয়াজ আমদানিকারকের একটি তালিকা তৈরি করা হয়েছে।

 সোমবার ও  মঙ্গলবার তাদের সবাইকে জিজ্ঞাসাবাদের জন্য শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে ডেকে পাঠানো হয়েছে। প্রথম দফায় সোমবার চাঁপাইনবাবগঞ্জ ও হিলির ১০ জন পেঁয়াজ আমদানিকারককে জিজ্ঞাসাবাদ করা হয়। আজ মঙ্গলবার বাকি ৩৫ জন আমদানিকারককে ডাকা হয়েছে। জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে পেঁয়াজ আমদানি, মজুদ ও বিক্রির তথ্য সংগ্রহ করা হচ্ছে। একই সঙ্গে অতি মুনাফা ও অর্থপাচারের তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানা গেছে। ৪৫ জন ব্যবসায়ীকে ৪টি টিম জিজ্ঞাসাবাদ করছে। রাজস্ব বিভাগের হিসেবে, গেল আগস্ট থেকে নভেম্বর ১৮ তারিখ পর্যন্ত ৩৪১ জন ব্যবসায়ী দেশে পেঁয়াজ আমদানি করেছে। এসময় আমদানি হয়েছে মোট ১ লাখ ৬৯ হাজার টন পেঁয়াজ। যার মোট দাম প্রায় ৬৬০ কোটি টাকা। সেই হিসেবে আমদানি করা পেঁয়াজের গড় মূল্য দাঁড়ায় কেজিপ্রতি ৪০ টাকা।