অভয়নগরে পৌর ভূমি অফিসে তালা ভেঙ্গে মূল্যবান কাগজ পত্র তছনছ

172

উৎপল ঘোষ-ক্রাইম রিপোর্টার-যশোর

অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর ভূূমি অফিসের তালা ভেঙ্গে মূল্যবান কাগজপত্র তছনছ করেছে চোরেরা। গত সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। অফিসে কর্মরত ইউনিয়ন সহকারি কর্মকর্তা আক্তার হোসেন জানান,অফিসের পেছনে ক্লপসিকল গেটের তালা ভেঙ্গে চোর অফিসে ঢোকে। অফিসের আলমারি, টেবিলের ড্রয়ার সহ প্রায় ২৬টি তালা ভেঙ্অভয়নগরে পৌর ভূমি অফিসে তালা ভেঙ্গে মূল্যবান কাগজ পত্র তছনছ
উৎপল ঘোষ- অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর ভূূমি অফিসের তালা ভেঙ্গে মূল্যবান কাগজপত্র তছনছ করেছে চোরেরা। গত সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। অফিসে কর্মরত ইউনিয়ন সহকারি কর্মকর্তা আক্তার হোসেন জানান,অফিসের পেছনে ক্লপসিকল গেটের তালা ভেঙ্গে চোর অফিসে ঢোকে। অফিসের আলমারি, টেবিলের ড্রয়ার সহ প্রায় ২৬টি তালা ভেঙ্গে মূল্যবান কাগজপত্র তছনছ করে। আলমারিতে রক্ষিত দুইটি ল্যাপটপ নীচেয় নামিয়ে রাখে। তবে তার অফিস থেকে কোন মালামাল বা কাগজ পত্র চুরি হয়নি বলে তিনি জানান। তার ধারনা ওই দিন প্রায় এক লাখ টাকা খাজনা আদায় হয়েছিলো ওই টাকা চুরি করার উদ্দেশ্যে চোরেরা হানা দিয়েছিলো। কিন্তু টাকা গুলো সময়মতো ব্যাংকে জমা দেওয়ার কারনে ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।
ঘটনাটি অবগত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসাইন খান পৌর মেয়রকে ভূমি অফিসে পর্যাপ্ত লাইটের ব্যবস্থা করতে বলেন। পরে পৌর কর্তৃপক্ষ তৎক্ষনাত সেখানে লাইটের ব্যবস্থা করেন। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়রি হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।
গে মূল্যবান কাগজপত্র তছনছ করে। আলমারিতে রক্ষিত দুইটি ল্যাপটপ নীচেয় নামিয়ে রাখে। তবে তার অফিস থেকে কোন মালামাল বা কাগজ পত্র চুরি হয়নি বলে তিনি জানান। তার ধারনা ওই দিন প্রায় এক লাখ টাকা খাজনা আদায় হয়েছিলো ওই টাকা চুরি করার উদ্দেশ্যে চোরেরা হানা দিয়েছিলো। কিন্তু টাকা গুলো সময়মতো ব্যাংকে জমা দেওয়ার কারনে ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।
ঘটনাটি অবগত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসাইন খান পৌর মেয়রকে ভূমি অফিসে পর্যাপ্ত লাইটের ব্যবস্থা করতে বলেন। পরে পৌর কর্তৃপক্ষ তৎক্ষনাত সেখানে লাইটের ব্যবস্থা করেন। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়রি হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।