রুপসার চাঞ্চল্যকর সারজিল হত্যার আসামী গ্রেফতার, অস্ত্র গোলাবারুদ উদ্ধার

145
এম হুসাইন সাব্বির, ক্রাইম রিপোর্টার-খুলনা।
খুলনা জেলার রূপসার চাঞ্চল্যকর সারজিল ইসলাম সংগ্রাম হত্যা মামলার চার্জশীটভূক্ত আসামী মোস্তফা কামাল ওরফে মিনা কামালের বাসায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ গোলাবারুদ, বিদেশী মদ উদ্ধার ও কামালের সহযোগী মো. মাসুদ রানাকে আটক করেছে র‌্যাব-৬ এর সদস্যরা। বুধবার মিনা কামালের রূপসা উপজেলার বাগমারা গ্রামে এ অভিযান চালানো হয়। পরে সন্ধ্যায় সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।

র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বেলা সাড়ে ১২টার দিকে র‌্যাব-৬ এর একটি বিশেষ আভিযানিক দল মিনা কামালের বাড়িতে অভিযান চালায়। এসময় সেখান থেকে ১৫ রাউন্ড রাইফেলের এ্যামুনিশন, ৫ রাউন্ড শর্টগানের এ্যামুনিশন, ১ রাউন্ড পিস্তলের এ্যামুনিশন, ১ রাউন্ড ওয়ান স্যুটারগানের এ্যামুনিশন, ১ রাউন্ড ওয়ান স্যুটারগানের খালি এ্যামুনিশন, ৫ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল, ৩ বোতল বিদেশী হুইস্কি এবং ৬ প্যাকেট আমদানী নিষিদ্ধ বিদেশী সিগারেট উদ্ধার করা হয়। পরে একই গ্রাম থেকে কামালের সহযোগী মাসুদ রানাকে আটক করা হয়। মোস্তফা কামাল ওরফে মিনা কামাল হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ ১৮টি মামলার আসামী। প্রসঙ্গত, গত ২৬ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে সারজিল ইসলাম সংগ্রামকে রূপসা থানাধীন বাগমারা গ্রামে একটি মোবাইল চুরি সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।