বরগুনায় ভূয়া চিকিৎসক আটক

152

বরগুনা জেলার পাথরঘাটা থেকে এক ভূয়া চিকিৎসককে আটক করা হয়েছে। রোববার রাত ৮টার দিকে পাথরঘাটা উপজেলার কাকচিড়া বাজারে নাসিমা ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ডিকে গোলদার (৫২) নামে ওই ভুয়া চিকিৎসককে আটক করে র‌্যাব- ৮।

রাতেই র‌্যাব-৮ এর সদস্যরা তাকে পটুয়াখালীর ক্যাম্পে নিয়ে যান। আটক ভূয়া ডাক্তার ডিকে গোলদার খুলনার বাটিয়াঘাটার গুনারাবাদ এলাকার মৃত অনিল কুমার গোলদারের ছেলে।

এ বিষয়ে র‌্যাব-৮ পটুয়াখালীর কোম্পানি কমান্ডার মো. রইস উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, কাকচিড়া বাজারে নাসিমা ডায়াগনষ্টিক সেন্টারে একজন ভূয়া চিকিৎসক মিথ্যা পদবি ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে। এ সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালাই। এ সময় চিকিৎসক নামধারী দিরাজ কুমার (ডিকে) গোলদার তার প্রমাণপত্র দেখাতে ব্যর্থ হওয়া তাকে আটক করা হয়।

তিনি আরও বলেন, নিজেকে এমবিবিএস চিকিৎসক পরিচয় দিয়ে মানুষের সরলতাকে পুঁজি করে বছরের পর বছর এভাবেই চিকিৎসা দিয়ে আসছিলেন, তিনি ডাক্তারি পাস-ই করেননি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

আজ সোমবার তাকে পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।