খুলনায় মহান বিজয় দিবস উপলক্ষে শিশু একাডেমিতে প্রতিযোগিতার আয়োজন

180
মোঃ আল আমিন খান, খুলনা ব্যুরো 
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে খুলনা শিশু একাডেমি আগামী ১৪ ও ১৫ ডিসেম্বর বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ১৪ ডিসেম্বর খুলনা শিশু একাডেমিতে সকাল ১০টায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।প্রতিযোগিতায় ১১ বছর পর্যন্ত ক-বিভাগ এবং ১২ থেকে ১৮ বছর পর্যন্ত খ-বিভাগে অংশগ্রহণ করতে পারবে। ঐ দিন সকাল ১০টায় শহিদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্যের ওপর  রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় ৫ম থেকে ৭ম শ্রেণি পর্যন্ত খ-বিভাগ এবং ৮ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা গ-বিভাগে অংশগ্রহণ করতে পারবে।১৫ ডিসেম্বর সকাল পৌনে দশটায় চিত্রাংকন প্রতিযোগিতায় ২য় শ্রেণি পর্যন্ত ক-বিভাগে ৩য় থেকে ৫ম শ্রেণি খ-বিভাগে এবং ৬ষ্ঠ থেকে ১০ শ্রেণি গ-বিভাগে শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। ঐ দিন সকাল সাড়ে দশটায় স্বাধীনতা বিষয়ক কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় ৪র্থ শ্রেণি পর্যন্ত  ক-বিভাগে এবং ৫ম থেকে ৮ম শ্রেণি পর্যন্ত খ-বিভাগের প্রতিযোগিরা অংশগ্রহণ করতে পারবে। সকাল সাড়ে দশটায় দেশাত্মকবোধক সংগীত প্রতিযোগিতায় ৫ম শ্রেণি পর্যন্ত ক-বিভাগে এবং ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি খ-বিভাগে শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার কাগজ শিশু একাডেমি সরবরাহ করবে, অন্যান্য সরঞ্জামাদি প্রতিযোগীদের সঙ্গে আনতে হবে। প্রতিযোগিতার দিন যথাসময়ে শিক্ষার্থীদের উপস্থিত হতে হবে।