মজুরি কমিশনসহ ১১ দফা দাবির আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে খুলনার পাটকল শ্রমিকরা

197

সাইদুল ইসলাম-দৌলতপুর থানা প্রতিনিধি।

বকেয়া মজুরি কমিশনসহ মজুরি কমিশন বাস্তবায়ন, সময়মত বেতন পরিশোধ সহ ১১ দফা দাবি নিয়ে খুলনার দৌলতপুর জুট মিলস্, স্টার জুট মিলস্, প্লাটিনাম জুট মিলস্, ক্রিসেন্ট জুট মিলস্ ও খালিশপুর জুট মিলস্ এর শ্রমিকরা দীর্ঘ দিন ধরে আন্দোলন করে আসছে। এই ১১ দফার মধ্যে তাদের উল্লেখযোগ্য দাবি হচ্ছে মজুরি কমিশন বাস্তবায়ন। ২০১৫ সাল থেকে এ মজুরি কমিশনটি পাওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত শ্রমিকদের এ কমিশনটি দেওয়া হচ্ছে না।

শুধুমাত ৩টি জুট মিলস্ (প্লাটিনাম জুট মিলস্, ক্রিসেন্ট জুট মিলস্ ও খালিশপুর জুট মিলস্) শ্রমিকদের এ মজুরী কমিশনের এগেইনিস্টে ২0% শুধুমাত্র মহর্গ ভাতা হিসেবে দেওয়া হচ্ছে। বাকী ২টি জুট মিলস্ শ্রমিকরা পুরাপুরীভাবে এ ২0% মহর্গ ভাতা পাওয়া থেকে বঞ্চিত থেকেছে। এছাড়া তাদের সপ্তাহিক বেতনের ক্ষেত্রেও থাকছে তাদের চরম ভোগান্তি। প্রতি সপ্তাহে বেতন দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়েছে ১৩ সপ্তাহ পর প্রথম ১০ সপ্তাহর বেতন। এ সব দাবী আদায়ের লক্ষ্যে আগামীকাল শুক্রবার বিকাল ৪ টায় ৫টি জুট মিলস্ এর সকল শ্রমিকরা একত্রে খালিশপুর জুট মিলস্ এর সামনে গোল চক্করে এক আলোচনা সভা এবং ১০/১২/২০১৯ ইং তারিখে সকাল৯টা থেকে বিক্ষোভ সমাবেশ এর ডাক দিয়েছে।