ফুলতলা এম এম কলেজে নবীনবরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত  

191
মোঃ আল আমিন খান।।
সোমবার সকাল ১০টায় ফুলতলা এম এক কলেজ মিলনায়তনে অনার্স প্রথম বর্ষের নবীনবরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি
প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, জীবনকে বিকশিত করতে হলে লেখাপাড়ার বিকল্প নেই। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সুখী সমৃদ্ধশালী দেশ গড়তে স্বপ্ন দেখেছিলেন। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার  স্বপ্ন কে বাস্তবায়নে শিক্ষার কোন বিকল্প নেয়। শিক্ষার্থীদের মাদক ও ইন্টানেটের অবাধ ব্যবহারের ক্ষতি সস্পর্কে সচেতন হতে হবে। প্রতিষ্ঠান প্রধানরা সততা এবং দক্ষতার সাথে প্রতিষ্ঠান পরিচালনা করলে সুনাম বাড়বে। দুর্নীতিমুক্ত দেশ গড়ার লক্ষে সকলে এক যোগে কাজ করলে দেশ আরও উন্নতি লাভ করবে। শেখ আকরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত ইউএনও রুলী বিশ্বাস, ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পী, পরিচালনা কমিটির সদস্য আলহাজ্ব আনোয়ারুজ্জামান মোল্যা, মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হোসেন আশু, মৃনাল হাজরা, আবু তাহের রিপন। অনুষ্ঠান পরিচালনায় বক্তৃতা করেন শিক্ষক প্রতিনিধি প্রভাষক গাজী মামুনার রশিদ, সহকারী অধ্যাপক ড. মোঃ জাকির হোসেন খান, সাংবাদিক তাপস কুমার বিশ্বাস, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, বণিক নেতা রবিন বসু, প্রভাষক চিরঞ্জীব চ্যাটার্জী, শিক্ষার্থী তানভীন জেরিন। এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক ফিরোজা আক্তার বানু,আশরাফুল আলম মোড়ল, জীম বিশ্বাস, কাজী শান্ত, আলাউদ্দিন আক্তার, আরিফ সরদারসহ আরো অনেকেই।