শেষ পর্যন্ত কমতে শুরু করেছে পেঁয়াজের দাম

154

বহুপ্রতিক্ষা পর শেষ পর্যন্ত কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। সপ্তাহের ব্যবধানে দাম কমেছে ৪০ থেকে ৯০ টাকা পর্যন্ত। গত সপ্তাহে যে দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে আড়াইশো টাকা কেজি দরে তা আজ বিক্রি হচ্ছে ২০০ টাকায়। এদিকে, বাজারে ৫০ টাকার নিচে চলে এসেছে সব ধরনের মৌসুমি সবজি। ইলিশের দামও কমেছে কেজিতে ৩০০ টাকা। ভারত রপ্তানি বন্ধ করলে, দেশের বাজারে ইতিহাস সৃষ্টি করে পেঁয়াজের দর। ৩০ টাকার পেঁয়াজের দাম ওঠে প্রায় ৩০০ টাকা। তবে, অন্যান্য দেশ থেকে পেঁয়াজ আমদানির সাথে বাজারে উঠতে শুরু করেছে দেশীয় মুড়িকাটা পেঁয়াজ। আর এতেই নিম্নমুখী পেঁয়াজের ঝাঁঝ। সপ্তাহের ব্যবধানে দেশি পেঁয়াজের দর কমেছে ৫০, মিয়ানমারের ৯০, পাকিস্তান, মিশর ও চীনের পেঁয়াজের দরও কমেছে ৪০ থেকে ৬০ টাকা পর্যন্ত। বাজারে সরবরাহ বাড়ছে শীতের মৌসুমি সবজি। দামও কমেছে বেশখানিকটা। এদিকে, দাম স্বাভাবিক রয়েছে প্রায় সব ধরনের মাছের। তবে ৩০০ টাকা কমেছে ইলিশের। কমতে শুরু করেছে চালের দামও। নতুন চালের দাম কমেছে দুই টাকা করে। বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে সাড়ে পাঁচশ টাকা, খাসির মাংস ৮০০ ও ছাগলের মাংস বিক্রি হচ্ছে ৭০০ টাকা কেজি দরে। সূত্র : আরটিভি অনলাইন।।