দৈনিক সংগ্রাম সম্পাদক আবুল আসাদ তিন দিনের রিমান্ডে

164

ডিজিটাল নিরাপত্তা আইনে দৈনিক সংগ্রাম সম্পাদক আবুল আসাদকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ড কার্যকর হওয়া জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লাকে ‘শহীদ’ উল্লেখ করে সংবাদ প্রকাশের জেরে আবুল আসাদের বিরুদ্ধে শুক্রবার রাতে এ মামলা করেন মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আফজাল। সংবাদ প্রকাশের জেরে শুক্রবার বিকালে পত্রিকাটির কার্যালয়ে ‘মুক্তিযুদ্ধের মঞ্চ’ ব্যানারে ভাঙচুর চালায় বেশ কিছু যুবক। সংগ্রাম কার্যালয়ে তাদের অবস্থানকালেই সম্পাদক আবুল আসাদকে হেফাজতে নেয় পুলিশ।

গতকাল দুপুরের পর মামলার তদন্তকারী কর্মকর্তা হাতিরঝিল থানার ইন্সপেক্টর (তদন্ত) গোলাম আজম ঢাকা মহানগর আদালতে তাকে হাজির করে ৫ দিনের রিমান্ডের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঈনুল ইসলাম ৩ দিনের রিমান্ডের আদেশ দেন। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও জোনের ডিসি বিপ্লব বিজয় তালুকদার জানান, অবমাননাকর সংবাদ প্রকাশের জেরে দৈনিক সংগ্রামের সম্পাদকের বিরুদ্ধে হাতিরঝিল থানায় একটি মামলা করা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাটি তদন্ত করা হচ্ছে। মামলায় সংগ্রাম সম্পাদক আবুল আসাদ ছাড়াও প্রধান প্রতিবেদক বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী, এবং বার্তা সম্পাদক সাদাত হোসেনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৬-৭ জনকে আসামি করা হয়েছে এজাহারে।

শুক্রবার পত্রিকাটির কার্যালয়ে ভাঙচুর করায় শনিবার বিশেষ ব্যবস্থায় পত্রিকাটি বের হয়।

‘মুক্তিযুদ্ধের মঞ্চ’ এর নেতাকর্মীরা শুক্রবার দাবি করেন, মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত করায় তারা প্রতিবাদ করেছেন। পত্রিকাটি ২৪ ঘণ্টার মধ্যে বন্ধ করে দেয়ারও দাবি করেন তারা। ওদিকে গতকাল আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রায়ের বাজার বুদ্ধিজীবী স্মৃতি সৌধে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, কাদের মোল্লাকে শহীদ উল্লেখ করে সংবাদ প্রকাশ করায় সংগ্রাম পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত।