খুলনায় নারীর ক্ষমতায়ন বিষয়ক আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠান

172
খুলনা ব্যুরো।
রবিবার সকালে খুলনা শিববাড়ি মোড় পাবলিক হল চত্বরে নারীর ক্ষমতায়ন বিষয়ক আলোচনা সভা ও হস্তশিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, সরকার নারীর ক্ষমতায়নে বহুমুখী কার্যক্রম পরিচালনা করছে। খুলনার নারী উদ্যোক্তারা যেন তাদের উৎপাদিত পণ্য উপযুক্ত মূল্যে সহজেই বিক্রি করতে পারে সেজন্য আগামী বছরই উদ্যোগ গ্রহণ করা হবে। নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য সঠিকভাবে বাজারজাত করতে না পারলে তাদের ক্ষমতায়ন সবচেয়ে বাধাগ্রস্ত হবে। এজন্য তাদের পণ্যের উপযুক্ত দাম এবং ক্রেতার নিকট সহজে পৌঁছানোর জন্য পৃথক একটি মার্কেট নির্মাণের দাবী জানিয়েছেন নারী উদ্যোক্তারা। বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর বাজার ব্যবস্থা শক্তিশালীকরণের মাধ্যমে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন প্রকল্প ডাব্লিউ.ই.ই.এস.এম.এস এই মেলা ও আলোচনা সভার আয়োজন করে। খুলনা ও রংপুর বিভাগের আটটি জেলায় এই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করছে দাতা সংস্থা এশিয়া ফাউন্ডেশন এবং আর্ন্তজাতিক উন্নয়ন সংস্থা আইডিই। রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই উদ্বোধনীতে বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় জাদুঘরের আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতা, মহিলা বিষয়ক দপ্তরের উপপরিচালক নার্গিস ফাতেমা জামিনসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।