মোংলায় মহান বিজয় দিবস ও সংবর্ধনা আলোচনা সভা অনুষ্ঠান

185
মোঃ সাইফুল ইসলাম লিটন, মোংলা থানা প্রতিনিধি
মোংলায় মহান বিজয় দিবস উদযাপন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপমন্ত্রী জনাবা হাবিবুন নাহার (এম পি) পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন  মন্ত্রণালয়। হাবিবুর  নাহার এমপি বলেন যে মোংলা রামপালে এ সময় ক্ষুধার রাজ্য ছিল। আজ আওয়ামী লীগ সরকারের  উন্নয়নের কারনে মোংলা রামপালের মানুষ সুখে শান্তিতে বসবাস করে । একটি কুুচৎরি মহল এ উন্নয়ন মেনে নিতে পারছে নাা।আর উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত মান্নান, পৌর আওয়ামীলীগের সভাপতি ও বীরমুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, অফিসার্স ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আবু তাহেল হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন-আজ গৌরবময় বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে নয় মাসের মুক্তিযুদ্ধ শেষে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) আত্মসমর্পণ করেছিল পাকহানাদার বাহিনী। চূড়ান্ত বিজয়ের মধ্য দিয়ে অভ্যুদয় ঘটে বাঙালির স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের। বিজয়ের অনুভূতি সবসময়ই আনন্দের তবে একই সঙ্গে দিনটি বেদনারও, বিশেষ করে যারা স্বজন হারিয়েছেন তাদের জন্য। অগণিত মানুষের আত্মত্যাগের ফসল আমাদের স্বাধীনতা। আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করি মুক্তিযুদ্ধের শহীদদের; যেসব নারী ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছিলেন, তাদের। এ দেশের মানুষের আর্থসামাজিক ও রাজনৈতিক অধিকার তথা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে সফল নেতৃত্ব দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কোটি কোটি মানুষকে তিনি স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করে তুলেছিলেন। তার সঙ্গে ছিলেন একই লক্ষ্যে অবিচল একদল রাজনৈতিক নেতা। তাদের সবাইকেই আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।