১৬ই ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে এটি একটি লাল তারিখ

131

হিমেল সরকার,  ষ্টাফ রিপোর্টার    

আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। বাঙ্গালীর জাতীয় জীবনের আনন্দ বেদনার এক উজ্জ্বল দিন। বাংলাদেশের ইতিহাসে এটি একটি লাল তারিখ। মহান এই বিজয়ের মধ্যে দিয়ে শুরু হয় জাতীয় জীবনের এক নবতর অধ্যায়। আপনারা জানেন যে স্বাধীনতা আমাদের জাতীয় জীবনের সবচেয়ে বড় অর্জন। দীর্ঘ নয় মাস স্বাধীনতা যুদ্ধ শেষে আমরা বিজয় ছিনিয়ে এনেছিলাম। এ জন্য ৩০ লাখ মানুষকে শহীদ হতে হয়েছে। আমাদের মুক্তিযুদ্ধের সূচনা ২৬-শে মার্চ হলেও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট তৈরি হয় ’৫২-এর ভাষা আন্দোলনের মধ্য দিয়ে। তারপর যুক্তফ্রন্ট নির্বাচন, ’৬২-এর শিক্ষা আন্দোলন, ’৬৬-এর ৬ দফা আন্দোলন, ’৬৯-এর গণঅভ্যুত্থান, ‘সর্বদলীয় ছাত্রসংগ্রাম পরিষদ’ কর্তৃক ১১ দফা আন্দোলন, ৭০-এর সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে ১৯৭১ সালে আমরা মুক্তিযুদ্ধের দিকে এগিয়ে যাই। অনেক ত্যাগের মধ্য দিয়ে আমরা স্বাধীনতাযুদ্ধে বিজয় অর্জন করেছি। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে (কাল রাত) তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণ আনুষ্ঠানিকভাবে নিজেদের স্বাধীনতার সংগ্রাম শুরু করে। ২৭ মার্চ জিয়াউর রহমান  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের আপামর জনসাধারণের উদ্দেশ্যে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণের ডাক দেন। যার ফলে আজ আমরা একটি স্বাধীন বাংলাদেশের পতাকা পেয়েছি। আজ এই বিজয়ের দিনে শ্রদ্ধা জানাই সকল বীর মুক্তিযোদ্ধাদের।