ফুলতলায় শুরু হয়েছে শৈত্য প্রবাহ, ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ

262
আল আমিন খান ||
বৃহস্পতিবার ভোর থেকে ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে পুরো ফুলতলা উপজেলা। ঝিরিঝিরি বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। এতে কাজে বের হতে না পেয়ে ভোগান্তিতে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। তীব্র শীতের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এদিকে পুনরায় শৈত্যপ্রবাহ দেখা দেওয়া খেটে খাওয়া সাধারণ মানুষের ভোগান্তি চরমে।
গত দু’দিন ধরে আবহাওয়ার পরিবর্তন ঘটলেও আজ সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টির প্রভাব। কথা হয় কিছু খেটে খাওয়া দিনমজুরদের সাথে তারা বলেন,
প্রতিদিনই সকালে কাজের জন্য ফুলতলার বাসস্ট্যান্ডে আসি। কিন্তু কয়েকদিন ধরে ঘন কুয়াশা আর তীব্র শীতের কারণে কাজ করতে পারছি না। ফলে সংসার চালাতে কষ্ট হচ্ছে। একদিন কাজ না করলে পরিবার নিয়ে অনাহারে থাকতে হয়। তাই প্রচণ্ড শীতের মধ্যেও কাজের জন্য আসা। কিন্তু, ভোর থেকে ঘন কুয়াশার জন্য কাজ পাচ্ছি না।