খুলনা অঞ্চলে বৃষ্টির পর শীত জেঁকে বসেছে

164
খুলনা ব্যুরো :   
শুক্রবার সকালে ১৩ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। বৃষ্টির পর ঠান্ডা হওয়া বইছে। সূর্যের আলো না থাকায় শীতের তীব্রতা ক্রমেই বাড়ছে। এতে করে ঠান্ডাজনিত রোগ বাড়তে শুরু করেছে। খুলনা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে খুলনা অঞ্চলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হয়, যা আজও অব্যাহত আছে। সকাল ৯টা পর্যন্ত  ১৩ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। খুলনা জেলার পাইকগাছা, দাকোপ, তেরখাদা ও ডুমুরিয়া এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আবহাওয়াবিদরা জানান, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের দিকে আরও একটি শৈত্য প্রবাহের সম্ভাবনা রয়েছে। খুলনা জেনারেল হাসপাতালের আরএমও ও ভারপ্রাপ্ত সিভিল সার্জন বলেন, ঠান্ডাজনিত কারণে খুলনায় ডায়রিয়া আক্রান্ত রোগী বাড়ছে। ওষুধ ও খাবার স্যালাইন পর্যাপ্ত রয়েছে।