সাতক্ষীরার কুশখালী ইউপি সদস্যের উপ-নির্বাচনে শাহিনের বিজয়

159

বদরুজ্জামান খোকা, সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ

সাতক্ষীরা সদর উপজেলার ২নং কুশখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বর ফারুক হোসেন (রিপন) ক্যান্সার জনিত রোগে মারা গেলে আসনটি খালি হয়ে যাই। শুরু হয় নির্বাচনের নতুন হিসাব-নিকাশ। সাজতে থাকে একে-একে অনেক প্রার্থী। নির্বাচনী কমিশনার তফশীল ঘোষনা করলে নির্বাচনের দিন ধার্য হয় আজ ৩০শে ডিসেম্বর-২০১৯ তারিখ। নিয়ম অনুসারে শুরু হয় আজ সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহন। প্রথমে অনেক প্রার্থী থাকলেও শেষ-মেশ মেম্বর প্রার্থী থাকে মাত্র দুই জন। রফি মোল্লা প্রতীক মোরগ অপর দিকে শাহিন হোসেনের প্রতীক তালা। চলতে থাকে ভোট গ্রহন বিকাল ৫টা পর্যন্ত। ভোট গননার শেষ দেখো যাই মোরগ প্রতীকের রফি মোল্লা ভোট পায় ৫০৯ এবং তালা প্রতীকে শাহিনুর রহমান (শাহিন) পায় ৯৯১ ভোট। এই বিশাল ব্যাবধানে শাহিনুর রহমান ( শাহিন ) তালা প্রতীক নিয়ে বিজয়ী হয়ে মেম্বর নির্বাচিত হয়েছে।