খুলনায় সদ্য বিদায়ী বছরে দু’টি খুন ও নয়টি ধর্ষণের ঘটনা ঘটে

125
খুলনা ব্যুরো  
রোববার দুপুরে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে সার্কিট হাউস সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, খুলনা জেলায় গত ডিসেম্বরে চুরি পাঁচটি, খুন দু’টি, অস্ত্র আইন তিনটি, ধর্ষণ তিনটি, নারী ও শিশু নির্যাতন ১৩টি, নারী ও শিশু পাচার একটি, মাদকদ্রব্য ৬৬টি এবং অন্যান্য আইনে ৫৯টিসহ ১৫২টি মামলা দায়ের করা হয়েছে। জেলা অধিক্ষেত্রে ২০১৯ সালের নভেম্বরে এ সংখ্যা ছিল ১৯১টি। খুলনা জেলায় গত মাসের তুলনায় ডিসেম্বরে ৩৯টি মামলা
বৃদ্ধি পেয়েছে। খুলনা মহানগরে গত ডিসেম্বরে চুরি সাতটি, দ্রুত বিচার একটি, ধর্ষণ ছয়টি, নারী ও শিশু নির্যাতন পাঁচটি, নারী ও শিশু পাচার একটি, মাদকদ্রব্য ৯৮টি এবং অন্যান্য আইনে ২৮টিসহ ১৪৬টি মামলা দায়ের করা হয়েছে। খুলনা মহানগর অধিক্ষেত্রে গত নভেম্বরে এ সংখ্যা ছিল ১৫৩টি। খুলনা মহানগরে গত মাসের তুলনায় সাতটি মামলা হ্রাস পেয়েছে। সভায় জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইউসুপ আলী, উপ-পুলিশ কমিশনার মো. এহসান শাহ, খুলনা পেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মীসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলে