সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেনের বিরুদ্ধে মানববন্ধন

108

জেলা প্রতিনিধি (সাতক্ষীরা)

সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের চেয়ারম্যান এস,এম মোশাররফ হোসেনের দুনীতি ও সন্ত্রাসী কর্ম কান্ডের বিরুদ্ধে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা চেয়ারম্যান অনেক দিন যাবৎ তার পরিষদের ৭জন সদস্যকে কোন কাজ দিচ্ছেনা। এমনি ঐ ৭জন সদস্যের সরকারী বেতন ভাতা পর্যন্ত দিচ্ছেনা বলে জানান ৭জন ইউপি সদস্য। চেয়ারম্যান সদস্যদের স্বাক্ষর নকল করে বিভিন্ন কাজ করে আসছে। তাছাড়া বিভিন্ন প্রকল্প ভুয়া দেখিয়ে টাকা অত্নসাৎ করেছে। একজন মহিলা সদস্য সহ ছয় জন পুরুষ সদস্য একত্রে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করলে প্রাথমিক ভাবে স্থানীয় জনপ্রতিনিধি আপোষ মিমাংশা করে দেয়। সে মোতাবেক ১৪ জানুয়ারি রোজ বুধবার ইউনিয়ন পরিষদের সাধারণ সভায় ৭জন সদস্য হাজির হলে তাদের কে চেয়ারম্যান অকথ্য ভাষায় গালিগালাজ করে তাদের মোবাইল কেড়ে নিয়ে ধাক্কা দিয়ে ইউনিয়ন পরিষদ থেকে বাহির করে দেয়। রেউই বাজারে চেয়ারম্যানের পোষ্য  বাহিনী দিয়ে মহিলা সদস্য সাবিনা ইয়াসমীনকে ইট দিয়ে মেরে যখম করেছে। তার প্রতিবাদে আজ বৃহস্প্রতিবারে সকাল এগারো ঘটিকার সময় সাতক্ষীরা প্রেস ক্লাবে বাঁশদহা ইউনিয়ন পরিষদের ৭জন সদস্য,এলাকাবাসি এবং মুক্তিযোদ্ধা একত্রিতো হয়ে বাঁশদহা ইউনিয়ন পরিষদরে চেয়ারম্যান মোশাররফের শান্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষব মিছিল করেছে। বাঁশদহা ইউনিয়ন বাসি ও সুশিল সমাজের প্রশাসনের কাছে দাবি অতি দুরত্বো সন্ত্রীসি চেয়ারম্যানকে ধরে আইনের আওতায় এনে কঠিন শান্তি দেওয়া হোক।