সাতক্ষীরার কুশখালির মাদক সম্রাট শহিদুলের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসি

101

জেলা প্রতিনিধি, সাতক্ষীরাঃ

মাদক সম্রাট শহিদুলের অত্যাচারে এলাকাবাসি অতিষ্ঠ। সাতক্ষীরা সদর উপজেলার কুশখালি ইউনিয়নের জয়নদ্দীনের পুত্র শহিদুল ইসলাম এর মাদক ব্যবসার অত্যাচারে এলাকাবাসি নাকাল। এই শহিদুল ইসলাম গাজা,ফেন্সিডিল,মদ,ইয়াবা এমন কোন নেশা নেই সে ব্যবসা ও বিক্রয় করেনা। তার নামে সাতক্ষীরা সদর থানায় ৮/৯টি মাদকের মামলা আছে। যাহা এফ,আই,আর নং-৫৬, তারিখ- ২৯ ডিসেম্বর ১৯, এফ,আই,আর নং-৫১, তারিখ- ২৪ এপ্রিল ১৯, এফ,আই,আর নং-০৩, তারিখ- ০২ অক্টোবর ১৬, এফ,আই,আর নং-০২, তারিখ- ০১ নভেম্বর ১৬ এসমস্থ মামলা শহিদুল এজহার ভুক্ত আসামী। তাছাড়া ১৫ থেকে ১৬ দিন আগে সাতক্ষীরা সদর থানার পুলিশ তার নিকট হতে ২ কেজি গাজা এবং ৪০০ বোতল ফেন্সিডিল সহ আটক করে। তার পরেও সে জামিনে বেরিয়ে চালিয়ে যাচ্ছে তার মাদকের ব্যবসা। একাধিক সুত্রে জানা যায় শহিদুল এতই ভয়ংকর যে, তার মাদকের ব্যবসার বিরুদ্ধে কেহ কিছুই বলতে পারে না। এই মাদকদ্রব্য সে খুচরা ও পাইকারি বাংলাদেশে বিভিন্ন ব্যাক্তির কাছে বিত্রয় করে। এবং নিজে এলাকার উঠতি বয়সী যুবকদের কাছে বিত্রয় করছে। আর এই নেশার টাকা যোগাড় করতে হিমশিম খাচ্ছে বেকার যুবকেরা। এমনকি নেশাগ্রস্থ যুবকেরা নেশার টাকা যোগাড় করতে না পেরে নিজ বাড়ি সহ অন্যের বাড়িতে চুরি পর্যন্ত করছে। বর্তমানে শহিদুল সব মামলার জামিনে পেয়ে এলাকায় মাদক দিয়ে ছেয়ে দিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে এলাকার একাধিক ব্যক্তি বলেন শহিদুলের কারনে এলাকার উঠতি বয়সী যুবকেরা মাদকের ছোবল থেকে রেহাই পাচ্ছে না। তাই যত দুরত্ব সম্ভব শহিদুল কে আটক করে যুব সমাজকে ধ্বংশের হাত থেকে রক্ষা করতে সুধী সমাজ প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেছেন।