ডিজিটাল মডেল ইউনিয়ন জনগনকে উপহার দিতে চাই : চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ

109

জুয়েল ডি সানি, নিজস্ব প্রতিনিধি

জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় ৩ নং মাহমুদপুর ইউনিয়ন অবস্থিত। মাহমুদপুর ইউনিয়নের সার্বিক উন্নয়নের বিষয় জানতে চাইলে ইউ-পি চেয়ারম্যান সি আই এন টিভি২৪ এর প্রতিনিধিকে বলেন – এক সময়ে আমার ইউনিয়নে তেমন কোনো উন্নয়নের ছোঁয়া ছিল না। জনগনের জীবন যাত্রার মান ছিল খুবেই নিম্ন পর্যায়ে। সুবিধা বঞ্চিত ছিল এলাকার জনগণ। কিন্তু বর্তমানে আওয়ামী লীগ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেভাবে উন্নয়ন করছে তাতে করে শুধু আমার মাহমুদপুর ইউনিয়ন নয় সারা বাংলাদেশের প্রতিটি ইউনিয়ন উন্নয়নের রোল মডেল হয়েছে। আমি নৌকা প্রতিক নিয়ে বিজয়ী হয়েছি। আমি নির্বাচিত হওয়ার পরে আমার এলাকার ব্যাপকভাবে উন্নয়ন হয়েছে। আমাদের জামালপুর  ৩ আসনের বর্তমান  সাংসদ ৬ বারের নির্বাচিত জনাব মির্জা আজম এম পি মহোদয়ের হাত ধরে আমাদের মেলান্দহ উপজেলা তথা আমার মাহমুদপুর ইউনিয়নের উন্নয়নের এলাকায় রাস্তাঘাট, ব্রিজ- কালবার্ট , হাট-বাজার উন্নয়ন সহ শিক্ষার মান উন্নয়ন হয়েছে। আওয়ামীলীগ নেত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গ্রাম হবে শহর ইস্তেহার বাস্তবায়ন করার লক্ষ্যে গ্রামের রাস্তাঘাটে, বাজারে ল্যাম্পপোস্ট দিয়েছে, ইউনিয়ন পর্যায়ে ডিজিটাল তথ্য সেবা কেন্দ্র করে দিয়েছে, জানুয়ারীর ১ তারিখে সকল স্কুলের শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যবই দিচ্ছে এগুলোইতো শহরের নাগরিক সুবিধা যা এখন গ্রামের মানুষ পাচ্ছে। এই সরকারের উদ্যোগে প্রত্যন্ত এলাকার গরিব অসহায় মানুষেরা বিভিন্ন ভাতা পাচ্ছে এতে করে অসহায় মানুষ সচ্চল হচ্ছে। বর্তমানে আমার ইউনিয়নে তেমন কোনো সমস্যা নাই, যেটুকু সমস্যা রয়েছে আমি আশাবাদী এই সরকারে প্রচেষ্টায় সমাধান করতে পারবো এবং আমার এই ইউনিয়নটিকে একটি ডিজিটাল মডেল ইউনিয়ন হিসাবে জনগণকে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ ।

এলাকার জনগণের মতামত জানতে চাইলে তারা বলেন –  বিগত দিনে যারা চেয়ারম্যান ছিল তারা এলাকার তেমন বিশেষ কোনো উন্নয়ন করেন নি, কিন্তু আমাদের বর্তমান চেয়ারম্যান এলাকার যথেষ্ট উন্নয়ন করেছে যা এলাকায় ঘুরে দেখলেই বোঝা যায় এবং তিনি সব সময় এলাকার মানুষের সুখে দুঃখে পাশে থাকেন।