ফুলতলায় চলছে অনির্দিষ্টকালের ধর্মঘটঃ ক্ষতির মুখে ব্যবসায়ীরা

118

ইমরান মোল্লা (ফুলতলা থানা প্রতিনিধি)

শনিবার ভোর থেকে ফুলতলা বাজারস্থ জামরুলতলা মোড়ে বণিক কল্যাণ সোসাইটির উদ্যোগে থ্রি হুইলারসহ সকল যানবাহনের স্বাভাবিক চলাচলের দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে। সভাপতি মোঃ ফিরোজ জমাদ্দারের সভাপতিত্বে ব্যবসায়ীদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বণিক নেতা মনির হাসান টিটো, রবিন বসু, এস কে মিজানুর রহমান, আজিজুল হক ফারাজি, দুলাল অধিকারী, মাহাবুব আলম মিঠু, জাহাঙ্গীর আলম মোড়ল, তারেক হাসান নাইচ, শেখ মাসুম, মিন্টু খান, ইলিয়াস মোল্যা, সাগর গাজী, শাহীন আলম, জয়দেব সেন, দেবাশিষ বিশ্বাস, রঞ্জু খানসহ আরো অনেকই উপস্থিত ছিলেন। এদিকে ব্যবসায়ীদের কর্মসূচির সাথে একাত্ত্বতা ঘোষনা করে বক্তব্য রাখেন মটর শ্রমিক নেতা সনজিৎ বসু, ট্রাক শ্রমিক নেতা পংকোজ দে, মাহেন্দ্র ইউনিয়ন নেতা জাহাঙ্গীর সিকদার, বকুল ভূইয়া। এছাড়া সকল রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ ব্যবসায়ীদের যৌতিক দাবির প্রতি সমর্থন জানান হয়। পরে ব্যবসায়ীরা মিছিল সহকারে থানা চত্বরে সমবেত হয়ে দাবির বিষয়টি জানান। পরে জামরুল তলায় অনুষ্ঠিত সমাবেশ থেকে কর্মসূচি ঘোষনা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে খুলনা জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদের চেয়ারম্যান ও ইউএনও বরাবর স্মারকলিপি পেশ, শান্তিপূর্ণ সমাবেশ ও মিছিল এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত বাজারের সকল ধরনের প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলেও জানা যায়।