সাতক্ষীরার বাঁশদহা মাদরাসায় স্টুডেন্ট কেবিনেট নির্বাচন

146

বদরুজ্জামান খোকা , (জেলা প্রতিনিধি )সাতক্ষীরা

সাতক্ষীরা সদর উপজেলাধীন আলহাজ্ব মোহাম্মদ আলী দাখিল মাদরাসায় স্টুডেন্ট কেবিনেট নির্বাচন সম্পন্ন হয়েছে। আজ ২৫শে জানুয়ারী-২০,রোজ শনিবার সকাল ৯ট হতে বিরতিহীন ভাবে দুপুর ২টা পর্যন্ত এই ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। গত কয়েক দিনের প্রচার প্রচারণায় মাদরাসা মাঠ মুখরিত হয়ে। আজ সকাল হতে প্রার্থীরা ভোটের জন্য দোয়া ও সমার্থন চেয়ে ব্যাস্ত সময় পার করেন। ভোট উৎসবে মেতেছে শিক্ষার্থীরা। নিয়মানুসারে আগে থেকেই ভোট গ্রহনের সকল প্রস্তুতি সম্পন্ন ঠিক করেছিলেন নির্বাচন অফিসার ১০ম শ্রেণীর ছাত্র মেহেদী হাসান। প্রস্তুত ছিল সকল প্রিজাইডিং অফিসার,সহকারী প্রিজাইডিং অফিসার। ৬ষ্ঠ হতে ১০ শ্রেণী পর্যন্ত ৩২১টা ভোট হলেও ভোট প্রদান করেছেন মাত্র ২৬২ জন ভোটার। ১২ জন প্রার্থী নির্বাচন করলেও পাশ করেছে ৮ জন প্রার্থী। সর্বউচ্চ ১২৭ ভোট পেয়ে প্রথম স্থান হয়েছেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র সাইফুল ইসলাম, ১০ম শ্রেণীর সুফিয়া খাতুন প্রাপ্ত ভোট-১১৫, ৮ম ফতেমা খাতুন প্রাপ্ত ভোট-১০৮, ৮ম শ্রেণীর শাহিন প্রাপ্ত ভোট-৯৯, ৭ম শ্রেণীর সুরাইয়া খাতুন প্রাপ্ত ভোট-৯৪, ১০ম শ্রেণীর জাহিদ হাসান প্রাপ্ত ভোট-৮৬, ৯ম শ্রেণীর মোস্তাকিম প্রাপ্ত ভোট-৮৬, ৯ম শ্রেণীর শাপলা খাতুন প্রাপ্ত ভোট-৮৪, নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার ১০শ্রেণীর ছাত্র মেহেদী হাসান ও মাদরাসার সুপার মইনুদ্দীন বলেন নির্বাচন সুন্দর পরিবেশে সুষ্ট হয়েছে।