অভয়নগর ও নড়াইল সদরে মাদকের আখঁড়া

171

স্টাফ রিপোর্টার:
অভয়নগর উপজেলার ভৈরব উত্তর পূর্বাঞ্চল ও নড়াইল সদরের দক্ষিণ নড়াইলের মোট প্রায় ১০টি পয়েন্টে অবাধে গাঁজা, ইয়াবা ও ফেনসিডিল বিক্রির সাথে জড়িত দেড় ডর্জনেরও বেশী বড় মাদক ব্যবসায়ী বলে ধারণা করছে এলাকাবাসি। মাদক কারবারের সাথে জড়িয়ে পড়েছে কিশোর গ্রুপ, ঘটছে প্রতিনিয়ত অপরাধ । প্রসাসনের নিরবতায় শংকিত অভিভাবক মহল । অনুসন্ধানে জানাগেছে ভৈরব উত্তর পূর্বাাঞ্চলের শ্রীধরপুর, বাঘুটিয়া, শুভরাড়া ও সিদ্ধিপাশা ইউনিয়নে মাদকের ছোবলের আগ্রাসন ভয়াবাহ রুপ ধারণ করেছে। বাঘুটিয়া ইউনিয়নের মরিচা পোড়াবাড়ি ভিটা, পোতপাড়া বিলের মধ্য খেজুর বাগানের রাস্তায়, ভাটপাড়া শ্বসান ও বাশুয়াড়ী ঋষি পল্লিতে মাদক সরবরাহ করে প্রথম সারিতে আছে এলাকার চিহ্নত মাদক ব্যবসায়ী গ্রুপের সদস্যরা। এছাড়া পাচুড়িয়া খালপাড়ে বাঘুটিয়া স্কুল সংলগ্ন বাগানে, নদীর চরে অবাধে কেনাবেচা হচ্ছে গাজা ও ফেনসিডিল।

নাম প্রকাশে অনিচ্ছিক জনৈক ব্যক্তি জানান, মাদকের মূল হোতা পাচুড়ে গ্রামের রবি সরদারের ছেলে মিজু ও সমসেরের ছেলে শিমুল(৩২),আজিবরের ছেলে জনি(২৫) এরা বর্তমানে বড় মাদক চালানের নেতৃত্বে রয়েছে । এ ছাড়া বঘুটিয়ার আসাদ , বুনরামনগর গ্রামের আতিয়ার ফকিরর ছেলে আজিজুর (৩৫), কাসেম ছেলে মারুফ ও মজিত, সিংগাড়ী গ্রামের লালন ,রাশেদ, রাজু এরা রয়েছে প্রত্যক্ষ মাদকের সাথে জড়িত ও বড় ব্যবসায়ী হিসাবে এলাকায় পরিচিতি। এলাকায় অনুসন্ধানে আরো জানাগেছে উক্ত থানার শুভরাড়া ইউনিয়নের বাশুয়াড়ী গ্রামের উত্তর পাড়ার বিলের মধ্য মছের ঘের পাড়ে তাজিম মোল্যার নেতৃত্বে গড়ে উঠেছে কিশোর মাদক গ্যাঙ্গ প্রুপ । যাদের যন্ত্রায় ইতিমধ্যে এলাকায় চুরি বৃদ্ধি পেয়েছে বলে জানাগেছে। এছাড়া একই ইউনিয়নের বাশুয়ড়ী ঋষি পাড়া টোটার পড়ের মোড়, রানাগাতী ঘাঠ,হিদিয়া মাঠোপাড়া, ইছামতি হঠৎ পাড়া, সিদ্ধিপাশার সোনাতলা ও ধুলগ্রামের চরে চলছে অবাধে মাদকের বিক্রি। অনুসন্ধানে জানাগেছে দক্ষিণ নড়াইলের কালিয়া ইপজেলার পেরুলি,খোড়লিয়া,সিংগা নদির চর এলাকায় অবাধে মাদকের কেনােেবচা চলছে।একই উপজেলার ১২নং বিছালী ইউনিয়নের চাকই গরুহাটের পশ্চিম পাশে অবাধেচলছে সন্ধার পর গাঁজার আসর। সচেতন মহল মনে করছে প্রসাশন ও গোয়েন্দ বিভাগে নজর দারির অভাবে এ ভাবে বেড়ে চলছে মাদকের ছোবল। অচিরেই গতিরেধ না করলে সমাজে ঘটতে পারে বড় মহামারী।